সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় শশুর বাড়ির ঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে ইমন মৃধা(২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার(৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির নাচনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমন মৃধা পার্শ্ববর্তী আমতলী উপজেলার সিকান্দার খালি চারঘাট গ্রামের বাসিন্দা নিজাম মৃধার ছেলে।
নিহতদের শশুর আবুল কালাম জানান, তার বসত ঘর নিচু হওয়ায় লোকজন নিয়ে উঁচু করতে সবার সঙ্গে সহযোগিতা করছিলেন ইমন।
কিন্তু হঠাৎই ঘরের টিনের চালা হয়তো কোন বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায়।
এসময় জামাতা ইমন বিদ্যুতায়িত হয়। পরে উপস্থিত সকলে টের পেয়ে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. জুয়েল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।
তবুও বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া