সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
কতিপয় দুষ্কৃতিকারীর চক্রান্তে জুলাইয়ের স্পিরিট কে বেহাত হতে দেয়া যাবেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেইঞ্জ ডি আই জি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম ।
নিরীহ নিরস্ত্র ছাত্রজনতার রক্ত দিয়ে অর্জিত বৈষম্যহীন বাংলাদেশ আগামী দিনে যেনো আর কারো ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তরিত না হয় তার জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখার পাশাপাশি ভবিষ্যতে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর ঘৃণ্য অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে সকলকে রুখে দাঁড়ানোর আহবান জানান তিনি ।
এ সময় স্বৈরশাসকের রক্তচক্ষু উপেক্ষা করে সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে নিরবতা ভেঙ্গে সরব প্রতিবাদের ধারাবাহিকতা অব্যাহত রাখার তাগিদ প্রদান করেন ।
সোমবার সকালে বরিশালের কাশিপুর ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের ইমাম প্রশিক্ষণ একাডেমী মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসার ছাত্র এবং আলেম উলামাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয় এবং ইমাম প্রশিক্ষণ একাডেমী বরিশালের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই মহতি আয়োজনের সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের সুযোগ্য এবং সুদক্ষ পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার । পবিত্র কুরআন মাজীদ থেকে অংশ বিশেষ তিলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু করা হয় ।
স্বাগত বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমী বরিশালের উপ পরিচালক কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম । বিভিন্ন মাসজিদের শতাধিক ইমাম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতিতে বিগত জুলাই আন্দোলনে নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের পরিপূর্ণ সুস্থতার জন্য মুনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় ।