শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, এস আল-আমিন খাঁন পটুয়াখালীঃ
গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মাদকদ্রব্য, দেশি অস্ত্র, বিদেশি মুদ্রা, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পোষাক কয়েকটি খেলনা পিস্তল সহ আল-আমিন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
(০৩’রা-আগস্ট–২০২৫ ইং) রাত আনুমানিক ১ টার সময় বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে অভিযুক্তের বাসা থেকে ৫০ গ্রাম গাঁজা,নগদ ৮,২৪৬ টাকা,১০ সৌদি রিয়াল, দেশীয় ধারালো অস্ত্র,বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক সামগ্রী,একটি পাসপোর্ট এবং কয়েকটি খেলনা অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আল-আমিন (৩২) কে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য মামলা রুজু করা হয়েছে।