মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর লোহালিয়ায় বাজার ইজারা নিয়ে দুগ্রুপের সংঘর্ষে চাঞ্চল্য কর হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার কুয়াকাটায় এক কোরাল মাছ ২৬ হাজার টাকায় বিক্রি চাকরিতে বহাল ও প্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে বরিশালে স্মারকলিপি বরিশাল মহানগর জাতীয়তাবাদী ঘাট শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন ভোট দিয়ে বেহেশত পাওয়া গেলে, আমি নির্বাচন না করে বেহেশতে যেতে চাই” ,,,,,,,,,এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শতাধিক আওয়ামী লীগ কর্মী বিএনপিতে যোগদান বরিশালে সংবাদ সম্মেলনের পরে ভুক্তভুগীর বাড়িতে মিছলসহ হামলা, বিএনপির নেতার বিরুদ্ধে অভিযোগ ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কলাপাড়া যুবদলের র‍্যালী ও যুব সমাবেশ চরমোন্তাজের মোজাম্মেল মেম্বারের বিরুদ্ধে মিথ্যা মামলা: গলাচিপায় সংবাদ সম্মেলন আনন্দঘন পরিবেশে আলিপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত কলাপাড়ায় কৃষক বাজার গণসংযোগে এনসিপির কেন্দ্রীয় নেতা আব্দুল গাফফার তালুকদারের রূহের মাগফিরাতের জন্য দোয়া রিটানিং কর্মকর্তারা চাইলে দায়িত্বরত আসন ও প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণ স্থগিত করতে পারবে………..নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বরিশালে বিএনপি নেতার চাঁদা দাবি ও হুমকি মহিপুরে স্ত্রী’র স্বীকৃতির দাবিতে তিন মাসের অন্তঃসত্ত্বা নারীর অনশন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করলেন বরিশালের মুখ্য সংগঠকসহ তিন নেতা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করলেন বরিশালের মুখ্য সংগঠকসহ তিন নেতা

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

১ জুন ২০২৫ বরিশাল রিপোর্টার্স ইউনিটির মিলনআয়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা শাখার মুখ্য সংগঠক হাসিবুল আলম তুরান এক বিবৃতিতে সংগঠনের সকল স্তর কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি সংগঠনটির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেন এবং নিজেকে এসব কর্মকাণ্ড থেকে সম্পূর্ণভাবে বিরত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

হাসিবুল আলম তুরান জানান,সম্প্রতি বরিশাল স্থানীয় পত্রিকায় একটি খবর প্রকাশিত হয় যেখানে আমার নাম ব্যবহার করে সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহসিন উদ্দিন (সাবেক ছাত্রশিবির নেতা) চাঁদাবাজি ও অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত বলে দাবি করা হয়। আমি এই মিথ্যা প্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং স্পষ্ট করে বলতে চাই, এ ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান ছিল একটি গণমুখী রাজনৈতিক উদ্যোগ,যার মূল চালিকা শক্তি ছিল ছাত্র-জনতা এবং শ্রমজীবী মানুষ। কিন্তু বর্তমানে আমরা দেখছি, সংগঠনটি বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা দখল হয়ে যাচ্ছে। সংগঠনের কিছু সদস্য সরকারি দপ্তরে গিয়ে ব্যক্তিস্বার্থে সুবিধা আদায়ের চেষ্টা করছে, যাপুরো আন্দোলনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

নারী অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তুরান বলেন,অভ্যুত্থানে নারীদের সাহসী অংশগ্রহণ ছিল দৃষ্টান্তমূলক, কিন্তু এখন তাদের অপপ্রচার, ট্যাগিং ও নিরাপত্তাহীনতায় ফেলা হচ্ছে। সংগঠনটি এই বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

তিনি অভিযোগ করেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন অপকর্ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং সাম্প্রদায়িক উস্কানিতে জড়িয়ে পড়েছে। অতীতে আমি একাধিকবার পদত্যাগপত্র জমা দিলেও তা ছিঁড়ে ফেলা হয়েছে। কিন্তু আজ আমি এবং আমার দুই সহযোগী—যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম আবিদ এবং সদস্য তাহসিন আহমেদ রাতুল—এই সংগঠনের সকল পদ ও দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছি। এখন থেকে এই সংগঠনের কোনো কর্মকাণ্ডের দায়ভার আমাদের ওপর আসবেনা।

বিবৃতিতে তিনি বলেন, আমার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন,অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন। কিন্তু এই সংগঠন তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

এই পদত্যাগের মধ্য দিয়ে বরিশাল জেলা পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD