শনিবার, ১৭ মে ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী নদীর পানিতে ডুবে রাহুল সোমাদ্দার (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। শুক্রবার ১৬’মে সকাল আনুমানিক সোয়া দশটার টার সময় এ ঘটনা ঘটে।
মৃত ঐ শিক্ষার্থী শহীদ স্মৃতি বিদ্যানিকেতন লাউকাঠী হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। রাহুল গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামের বাসিন্দা বাসু দেব সোমাদ্দার এর একমাত্র ছেলে।
পারিবারিক সুত্রে জানগেছে, পড়াশোনা করার প্রয়োজনে পটুয়াখালী সদর উপজেলা ১ নং লাউকাঠী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে তার পিসি মঞ্জু চন্দ্র দাস, স্বামী গোপাল চন্দ্র দাসের বাড়িতে বসবাস করতো।
গত চার মাস পূর্বে শহীদ স্মৃতি বিদ্যানিকেতন লাউকাঠী হাই স্কুলের অষ্টম শ্রেণিতে ভর্তি হয়েছিলো। স্থানীয় সুত্রে, ঘটনার দিন সকাল আনুমানিক সোয়া ১০ টার দিকে শিক্ষার্থী রাহুল নদীর পারে নেমে পা পিছলে নদীতে পড়ে যায়। এসময় একটু দুরেই খেয়ার মাঝি তার হাত ইসরা দেখে ডাকচিৎকার করলে লোকজন ছুটে আসে।
সাতার না জানার কারনে মূহুর্তের মধ্যে নদীর পানিতে ডুবে যায় শিক্ষার্থী রাহুল। স্থানীয়রা সাথে নদীতে নেমে খোজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় নিখোঁজের প্রায় ২ ঘন্টা পর নদী থেকে শিক্ষার্থী রাহুলকে মৃত উদ্ধার করা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।
শিক্ষার্থী রাহুলের মৃত্যুতে পরিবার পরিজনসহ এলাকায় শোকের মাতম চলছে। একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা মা-বাবা এছাড়াও একমাত্র ভাইয়ের শোকে পাথর বোন। শিক্ষার্থী রাহুলের মরদেহ পোস্টমর্টেম ছাড়া সতকার করার দাবি পরিবারের সদস্য ও এলাকাবাসীর।