বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল এবং স্বার্থক করতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল মহানগর শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বরিশাল খুলনা বিভাগীয় সমাবেশের সমন্বয়ক বিল্লাল হোসেন তারেক ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ( যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা ) এবং বরিশাল খুলনা বিভাগীয় সমাবেশের সহ সমন্বয়ক ফিরোজ আবদুল্লাহ ৷
পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট মাফিয়া খুনী পলাতক হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে গত জুলাই আগস্টের রক্তক্ষয়ী আন্দোলনে রাজপথের লড়াকু যোদ্ধা মামলা হামলায় জর্জরিত কর্মীবান্ধব জননেতা বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড মাজহারুল ইসলাম জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ।
শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান অনুষ্ঠানের মধ্যমনি বিল্লাল হোসেন তারেক ।
এ সময় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ এর সুফল তৃণমূল পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় নিয়ে যাওয়ার ব্যাপারে নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয় ।
বিএনপির প্রতিষ্ঠাতা দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জেডফোর্সের অধিনায়ক স্বাধীনতার ঘোষক সাবেক রাস্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের যুগান্তকারী ১৯ দফা কর্মসূচীর আলোকে দেশ এবং দেশের মানুষের সেবায় নিরলসভাবে কাজ করার আহবান জানান তিনি ।
ভয় নয় বরং ইনসাফ এবং ভালোবাসা দিয়ে আগামীর বৈষম্যবিহীন বাংলাদেশ বিনির্মাণে দলীয় কার্যক্রম পরিচালনার জন্য নেতৃবৃন্দ কে পরামর্শ প্রদান করেন তিনি ।