রবিবার, ০৪ মে ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
মো.আরিফুল ইসলাম, বাউফল, প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে মানবিক সংগঠন স্প্রেইড হিউম্যানিটি’র কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে একটি উপদেষ্টা পরিষদ গঠন,পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঐ উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়। এবং মতবিনিময় শেষে শপথ বাক্য পাঠ করানো হয়।
স্প্রেইড হিউম্যানিটি’র সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, স্প্রেইড হিউম্যানিটি’র সহ-সাধারণ সম্পাদক সায়েমা রহমান সারা।
প্রধান উপদেষ্টা হিসেবে ডাঃ মিরাজুল ইসলাম এবং সহকারী উপদেষ্টা হিসেবে প্রভাষক মো. মাহাবুব আলম, প্রভাষক মাহাবুবা আক্তার, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মু. অহিদুজ্জামান সুপন, প্রভাষক নিহার বিন্দু বিশ্বাস, প্রভাষক ফারিয়া হক রুমা, প্রধান শিক্ষক মোসা. জাহানারা বেগম, ডাঃ মো. মারুফ বিল্লাহ ইউনুচ, প্রভাষক সাইদুর রহমান সোহাগ, রাসেদ আব্দুল্লাহ ও মো. তাজ উদ্দিন আহাম্মেদের নাম ঘোষণা করা হয়। পরে শপথ বাক্য পাঠ করান, সংগঠনের প্রধান উপদেষ্টা ডাঃ মিরাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, স্প্রেইড হিউম্যানিটি’র সকল সদস্য ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন প্রমুখ।
তারিখ-০৩/০৫/২৫ইং
মো. আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি