বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বরিশাল মহানগর শাখার উদ্যোগে আগামী পহেলা মে জাঁকজমকপূর্ণভাবে পালন করার লক্ষ্যে মঙ্গলবার বাদ এশা নগরীর গড়িয়ারপাড়ে অবস্থিত বিএনপি কার্যালয়ে ২৮ , ২৯ এবং ৩০ নং ওয়ার্ড শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।
বরিশাল মহানগর শ্রমিকদলের কান্ডারী মোঃ ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক ।
এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ জিয়া উদ্দিন সিকদার জিয়া । বরিশাল মহানগর শ্রমিকদলের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় উল্লেখিত তিনটি ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড রূহুল কবির আহমেদ রিজভী আয়োজিত বর্ণাঢ্য র্যালীতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন বরিশাল মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান খান ফারুক এবং জিয়া উদ্দিন সিকদার জিয়া । সভাপতির বক্তব্যে ফয়েজ খান বলেন , এবারের মে দিবস কে সফল এবং স্বার্থক করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে ।
আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে শ্রমিকদলের ইতিহাসে সর্ববৃহৎ এবং সুশৃঙ্খল শোভাযাত্রা করে শ্রমিকদের নায্য অধিকার আদায়ে আরো এক ধাপ এগিয়ে যেতে চাই । নিপীড়িত নির্যাতিত বঞ্চিত মেহনতী দুঃখী শ্রমিকদের দাবী আদায়ে আমাদের সংগ্রাম আজীবন অব্যাহত থাকবে ইনশা আল্লাহ ।