শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
মো.আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে মানববন্ধন করেছে কালাইয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
(২৪এপ্রিল) সকাল ১১টায় উপজেলার কালাইয়া কর্পুরকাঠী গ্রামের গাজীর দোকান এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কালাইয়া ইউনিয়ন যুবদল প্রস্তাবিত সভাপতি জসিম উদ্দিন পঞ্চায়েতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব রিয়াজ উদ্দিন বাদশা, উপজেলা যুবদল সদস্য আনিচুর রহমান ও মহিলা দলের সদস্য শিরিনা আক্তার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন,জসিম পঞ্চায়েত একজন ভালো মানুষ।
এবং বিপদে আপদে সমাজের সকল নিরীহ মানুষদের পাশে দাড়ান। তার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।