বুধবার, ১৮ Jun ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন
মো.আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে আয়শা (১৯ মাস) নামের এক শিশু মায়ের সাথে খেলতে গিয়ে খাট থেকে ছিটকে পড়ে মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নে ওই ঘটনাটি ঘটে। মৃত্যু আয়শা নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠী গ্রামের ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহাবুল সিকদারের নাতি। শিশুটির মা জানান, শিশুটির মা তার বাবার বাড়ি তিন মাস আগে বেড়াতে আসেন।
আজ সন্ধ্যায় মৃত্যু আয়শাকে নিয়ে ঘরের ভেতরে খেলাধুলা করছিলেন। খেলাধুলার এক পর্যায়ে শিশুটি খাট থেকে ছিটকে পড়ে যায়।
পরে শিশুটির মা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাাম্মি আক্তার তরন বলেন, শিশু আয়শাকে হাসপাতালে আনার আগেই মারা গেছে।
তবে শিশুটির গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আগামীকাল শনিবার ময়না তদন্তের জন্য পটুয়াখালী প্রেরণ করা হবে।
তারিখ-১৮/০৪/২৫ইং
মো. আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ