শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে টিয়াখালী ইউনিয়ন বিএনপির বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৫ এপ্রিল) বিকাল ৪টায় টিয়াখালী ইউপির ৯ নং ওয়ার্ডে এ বর্ষবরণ ১৪৩২ অনুষ্ঠিত হয়। কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. কামরুজ্জামান কাজল তালুকদার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মূসা তাওহিদ নান্নু মুন্সি, কলাপাড়া লেডিস ক্লাবের সভাপতি সুমাইয়া ফাহিমুন এমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মোকছেদুল আলম, উপজেলা মহিলা দল নেত্রী নার্গিস আক্তার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ রতন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাবেক জিএস মোস্তাফিজুর রহমান। এ সময় পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে আলোচনা সভা এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন করেন অতিথিরা।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া
১৬/০৪/২০২৫