রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে জমিজমা নিয়ে একই বাড়ির দুই পক্ষের সংঘর্ষ; আহত ১৫ মুসুল্লীয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয়ের ২য় পুনর্মিলনী অনুষ্ঠিত বরিশালে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক সম্পন্ন-তরুণদের জোরালো জলবায়ু ন্যায্যতার দাবি বাউফলে বিদ্যুতের ছেড়া তার সরাতে গিয়ে এক গৃহবধূর মৃত্যু ঝালকাঠি সদর উপজেলা তরুণ দলের অফিসের শুভ উদ্বোধন সম্পন্ন বানারীপাড়ায় কলেজের অধ্যক্ষ দুর্বৃত্তদের হাতুড়িপেটায় গুরুতর আহত মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে পারলেন না বাবা, পথেই মৃত্যু বাউফলে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ব্যবসায়ীকে মারধর, ছিনতাই, বিবস্ত্র করে ভিডিও ধারন।। শ্রমিক দল নেতা গ্রেফতার বিপুল উৎসাহ উদ্দিপনায় কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু পানি উন্নয়ন বোর্ড শ্রমিকনেতা আবুল কাশেম চৌধুরীর জন্য দোয়া মুনাজাত সাংবাদিককে মুঠোফোনে জেলা যুবদল নেতার হুমকি জুলাই যুদ্ধে জয়ী হলেও জীবনযুদ্ধে হেরে গেলেন বাউফলের হৃদয় বাউফলে অবৈধ ট্রলি আবারও কেড়ে নিলো একটি তাজা প্রান
মুসুল্লীয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয়ের ২য় পুনর্মিলনী অনুষ্ঠিত

মুসুল্লীয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয়ের ২য় পুনর্মিলনী অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 256;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 47;

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

“স্মৃতির টানে প্রিয় প্রাংঙ্গনে, এসো মিলি প্রানের বন্ধনে’ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ার মুসুল্লীয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয়ের(আজিমপুর) ২য় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১২ এপ্রিল) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লী।

অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও আবু হানিফ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো.মহিউদ্দিন মুসুল্লী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খান, বিদ্যালয়ের সাবেক সভাপতি মো.সাইদুর রহমান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো.আবুল হোসেন হাওলাদার, ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ৭নং লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মিজানুর রহমান হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুচ সোহেল,পুনর্মিলনী কমিটির উপদেষ্টা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফখরুল ইসলাম,
তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপদেষ্টা আবুল বাশার মিয়া, কলাপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতি(বাসিস) এর প্রধান উপদেষ্টা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো.শাহ জালাল মুন্সি,সহ সভাপতি ও চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব উল্লাহ লিটন, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের প্রভাষক মো.শাহাবুদ্দিন এবং উদযাপন কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান হাওলাদার।

প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট ব্যাবসায়ী কামরুল ইসলাম রাসেল ও কারিতাস কর্মকর্তা মং মিয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,বাসিস’র কলাপাড়া উপজেলা সিনিয়র সহ সভাপতি আল এমরান হারুন, সাধারণ সম্পাদক খন্দকার মাইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো.মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো.আবুল বাসারসহ বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সকালে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে অতিথিদের ফুলেল শুভেচছা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ১১জন শিক্ষক-কর্মচারীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে ফিলিস্তিনের নিরিহ মুসলমানদের জন্য এক মিনিট বিশেষ প্রার্থনা করা হয়।

কলাপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির(বাসিস) সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফকরুল ইসলাম বলেন, ১ম অধিবেশন শেষে ২য় অধিবেশনে বিকেলে প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকদের স্মৃতিচারন অনুষ্ঠিত হবে। এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ২য় পুনর্মিলনী আয়োজনের সমাপ্তি হবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

১২/০৪/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD