রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ঝালকাঠি সদর উপজেলা শাখা অফিসের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
১১ই এপ্রিল শুক্রবার আসরবাদ ঝালকাঠি জেলার নবগ্রাম বাজারস্হ নিজস্ব শাখা অফিস চালু করা হয়েছে।শুভ উদ্ভোধন উপলক্ষে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।উক্ত দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইউনুস।
দোয়া মোনাজাত শেষে ফিতা কাটা হয়।ফিতা কাটা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাটি তরুন দল সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের সঞ্চালনা করেন এবং সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলা তরুণ দলের সভাপতি মোঃ শামসুল আলম নান্না।
শুভ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা তরুণ দলের সভাপতি মোঃ রবিউল আউয়াল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সুফিয়ান বরিশাল দক্ষিণ সভাপতি, মাসুদ হোসেন সদর থানা সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি ও সকল অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করেন তরুণ দলের সহ-সভাপতি মোহাম্মদ সোহেল সরদার।