মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
একাদশ শ্রেণীর ২০২৫-২৬ শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত দেশকে ফ্যাসিবাদমুক্ত করার আগ পর্যন্ত স্বেচ্ছাসেবক দল রাজপথ ছাড়বেনা কুয়াকাটা পৌর জাতীয়তাবাদী ওলামা দলের  কমিটি গঠন কলাপাড়া প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে সংবর্ধিত করেছে কলাপাড়া পুস্তক ব্যাবসায়ী সমিতি তারেক রহমানের নির্দেশে মুমূর্ষু শ্রমিকদল নেতার পাশে জিয়া উদ্দিন সিকদার সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পা ভেঙ্গে ফেলার অভিযোগ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার কলাপাড়ার জহিরুল ইসলাম কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কর্মীসভা কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ’র দাবীতে  নির্বাহী প্রকৌশলীর(পাউবো) সাথে ক্ষতিগ্রস্থ পরিবারের বৈঠক মহিপুরে ২টি ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক আগামী নির্বাচনে ধানের শীষ কে বিজয়ী করতে ঐক্যের কোন বিকল্প নেই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ পটুয়াখালী নয়, বরিশাল পর্যন্ত রেলওয়ের প্ল্যান : এম সাখাওয়াত হোসেন হরিজনদের উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন নির্বাচিত হলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে – মেজবাহ উদ্দিন ফরহাদ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত
বিপুল উৎসাহ উদ্দিপনায় কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

বিপুল উৎসাহ উদ্দিপনায় কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় পটুয়াখালীর কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় পটুয়াখালী জেলার ৭২ টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। এর মধ্যে ৩৮ টি কেন্দ্রে এসসসি, ২০ টি কেন্দ্রে দাখিল এবং ১৪ টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষায় জেলায় সর্বমোট ২৫ হাজার ৮ শ‘ ৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে।
সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রেগুলোর সামনে উল্লেখযোগ্য  অভিভাবকদের উপস্থিতি লক্ষ করা গেছে।

গেট থেকেই পরীক্ষার্থীদের তল্লাসী চালিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ করা গেছে।

এর মধ্যে কলাপাড়া উপজেলার ৮ টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। এর মধ্যে ৬ টি কেন্দ্রে এসসসি ও ভোকেশনাল এবং ২ টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় সর্বমোট ২ হাজার ৮ শ‘ ০৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে অংশ নেয়া নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিজবুল্লাহ বলেন, প্রথম দিনের বাংলা পরীক্ষা অনেক ভালো হয়েছে। তিনি আরও বলেন, পরীক্ষার প্রশ্ন ভালো হয়েছে এবং হলের পরিবেশও ভালো ছিল।

খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে দ্বায়িত্ব পালনকারী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম জানান, সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ১ম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫৮০জন। এর মধ্যে ছাত্র ৩৬৫, ছাত্রী ২১৫ এবং অনুপস্থিত ২১ জন। বর্তমান কেন্দ্রে বৈধ পরীক্ষার্থীর সংখ্যা ৫৫৯ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খান বলেন, বিপুল উৎসাহ উদ্দিপনায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও জানান, উপজেলার ০৮ টি কেন্দ্রে সর্বমোট ২ হাজার ৮ শ‘ ০৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
১০/০৪/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD