রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালী নানা কর্মসূচি পালন করেছে। বুধবার(২৬ মার্চ) সকাল ৯টায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।
এসময় বিদ্যালয়ের প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পতাকা উত্তোলন এবং মার্চ পিটিসহ বিভিন্ন ধরনের শারীরিক কসরত সম্পন্ন হয়। সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় মিলনায়তনে সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালীর অধ্যক্ষ
কমান্ডার এম রাকিবুল হাসান সরকার(শিক্ষা) বিএন। আলোচনা সভায় ইংরেজিতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুন্না, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (ইংরেজি) মো.মুছা।
সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক আবদুস সালাম। সবশেষে শিক্ষার্থীদের ধারণা দিতে মুক্তিযুদ্ধ ভিক্তিক একটি প্রামাণ্য চিত্র উপস্থাপন করা হয়।
উল্লেখ্য গত ২৪ মার্চ স্থানীয় ৯নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা এম দেলোয়ার হোসেন উপস্থিত হয়ে ২৫ মার্চের গণহত্যার বর্ননা, মুক্তিযুদ্ধে তার অংশগ্রহন এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ কমান্ডার এম রাকিবুল হাসান সরকার(শিক্ষা) বিএন জানান, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ পেয়েছি।
আমারা যেন তাদের আত্নত্যাগ কখনো ভূলে না যাই। সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া
২৬/০৩/২০২৫