বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত মঙ্গলবার(১৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মোকছেদুল আলম, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম বলেন, এ বছর জেলা কমিটির নির্দেশনা মতে ২০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হবে।
২৫ মার্চ উপজেলায় এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন, সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং আলোচনা সভাসহ বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সকল কার্যক্রম সঠিকভাবে পালন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া
১৮/০৩/২০২৫