বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় মাহিয়ান এক্সপ্রেস শাওন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার টিয়াখালী ইউপির পiশ্চিম রজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক। টিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্যাদার সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী মোঃ সুমন, কলাপাড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.মোয়াজ্জেম হোসেন, পৌরসভার ৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ জসিম হাওলাদার, পায়রা বন্দর কর্মকর্তা সেখুল আরেফিন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোজ্জাম্মেল হাওলাদার, সদস্য সচিব মোঃ সোবাহান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গাজী মোঃ নিয়াজ মোর্শেদ, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক গাজী সালাউদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কলাপাড়া পৌরসভা ০৫ নং ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দেবাশীষ সিকদার কালা, চাকামইয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবু জাফর হাওলাদার, উপজেলা ছাত্রদলের ১ নং সদস্য মোঃ জহিরুল ইসলাম মুন্সী, ২ নং ওয়ার্ড ইউপি সদস্য তৈয়ব আলী হাওলাদার, ছাত্রনেতা স্থানীয় আলম পল্লানসহ ক্রীড়াপ্রেমি দর্শক। সাবেক ছাত্রনেতা ও টুর্নামেন্ট’র অন্যতম সংগঠক গাজী রাজু ইসলাম(রুবেল) বলেন, গ্রামের যুবকদের মাদক থেকে দূরে রাখতে এই টূর্ণামেন্ট আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, ক্রীড়াক্ষেত্রে আরাফাত রহমান কোকোর অবদান অনস্বীকার্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন যাতে করা যায় সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রধান অতিথি তার স্বাগত বক্তব্যে বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গত আওয়ামী লীগ সরকারের আমলে এ ধরনের খেলাধুলা প্রায় হারিয়ে যেতে বসেছিল। তিনি এমন আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া