শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড কর্তৃক আয়োজিত প্রথম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ (সিজন-১)এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
২০টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টূর্ণামেন্ট’র ফাইনাল খেলায় টুটুল-মেহেদী জুটি, হৃদয়-শাকিল জুটিকে ৩/০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। শনিবার(১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭ টায় কলাপাড়া মহিলা কলেজ সংলগ্ন মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী হাজী হুমায়ূন শিকদার।
কলাপাড়া পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সেলিম শিকদার, কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, তারেক আনাম সুমন, উপজেলা যুবদলের আহবায়ক হারুন অর রশিদ, কলাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জসীমউদ্দীন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও স্পন্দন কলাপাড়া সামাজিক সংগঠনের সভাপতি আবুল হাসনাত রিমন সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সজল বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন অভি, এডভোকেট আবদুস সাত্তার, টিয়াখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক বশির উদ্দিন, যুবনেতা সোহেল সিকদার, আল-আমীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম, কলাপাড়া পৌরসহর ব্যবসায়ী সমবায় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রেহান উদ্দিন রেহান, সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান সুমন, নির্বাহী সদস্য মোনাসেফ খান, গণমাধ্যম কর্মী শরিফুল হক শাহীন, ফরিদ উদ্দিন বিপু, ব্যাবসায়ী জহিরুল ইসলাম বাবু, মো.ফরিদ উদ্দিন এবং সুমন মল্লিকসহ ক্রীড়াপ্রেমী হাজারো উৎসুক জনতা।
খেলা পরিচালনা করেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য আরিফ সিকদার এবং কাজী সোহেল।
ধারা বর্ননায় ছিলেন জহরুল ইসলাম, টিংকু রায় এবং মোয়াজ্জেম হোসেন। এর আগে ব্যান্ডের তালে ফুল দিয়ে অতিথিদের বরণ করেন সমিতির নেতৃবৃন্দ। পরে জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির মাধ্যমে খেলার সমাপনী অনুষ্ঠিত হয়। সবশেষে খেলোয়াড়, অতিথি এবং কর্মকর্তাদের ক্রেস্ট এবং উপহার প্রদান করা হয়।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া