বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় বহুমুখী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “স্পন্দন কলাপাড়া ” এর আজীবন দাতা সদস্য কাজী নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার রাত ৯টায় কলাপাড়া পৌর শহরের হোটেল রুসাইবা সংলগ্ন সংস্থার অস্থায়ী কার্যালয়ে তার আগমন উপলক্ষে এ সন্মাননা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবুল হাসনাত রিমন সিকদার, সিনিয়র সহ-সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ সিকদার, সাংগঠনিক সম্পাদক রেহান উদ্দিন রেহান, দাতা সদস্য সেখুল আরিফিন, সদস্য তাজুল সিকদার, তাপস বিশ্বাস ও ফরিদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন অভিসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বহুমুখী সামাজিক সংগঠন ‘স্পন্দন কলাপাড়া’র সভাপতি আবুল হাসনাত রিমন সিকদার বলেন, এই সংগঠন এমন একটি সংগঠন, এখানের প্রত্যেক সদস্য তাদের মেধা, শ্রম এবং অর্থ দিয়ে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে।
তিনি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তায় সহযোগিতার হাত বাড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান। সংগঠন’র আজীবন দাতা সদস্য কাজী নজরুল ইসলাম বলেন, এমন সংগঠনে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে গর্ব অনুভব করছি।
চেষ্টা করব আপনাদের সাথে সমাজের অবহেলিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সহায়তায় কাজ করতে।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া