শনিবার, ০৫ Jul ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ফল উৎসব, কৃষক বাজার  ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন চাঁদাবাজ দখলবাজ এবং দুর্নীতিবাজ মুক্ত মেহেন্দিগঞ্জ গড়তে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ বিসিসি’র ২২নম্বর ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হ-ত্যা চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে লিখনি বজায় রাখবে বাংলানিউজ – মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় দুই এইচএসসি পরীক্ষার্থী বহিস্কার সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের শিক্ষকদের বিদায় সংবর্ধনা শিক্ষাবোর্ড কর্মচারী বড় সিরাজের দলবদল পরিক্রমা শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন বিভাগ পূর্বের স্হানে ফিরিয়ে নেয়ার দাবীতে মানববন্ধন বরিশালে ছাত্রশিবিরের “সাথী শিক্ষা বৈঠক–২০২৫” অনুষ্ঠিত অসুস্থ শ্রমিকদল নেতার পাশে দাঁড়ালেন ফয়েজ খান কুয়াকাটায় অতিরিক্ত মদপানে পর্যটকের মৃত্যু সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের বিএ অনার্স (২০১৯-২০) এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বরিশালে কাশিপুর ও বাঘিয়ায় সক্রিয় অপরাধীরা, প্রশাসনের নজরদারী বাড়ানোর দাবিতে মানববন্ধন
কলাপাড়ায় জমিসহ বাড়ীঘর জবর দখললের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কলাপাড়ায় জমিসহ বাড়ীঘর জবর দখললের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ
ক্রয়কৃত সম্পত্তি ও বাড়ীঘর জবর দখল সহ মিথ্যা সংবাদ প্রচার করার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে করেছেন পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জের প্রান্তিক কৃষক গফফার মোল্লা।

বুধবার বেলা এগারোটায় কলাপাড়া রিপোর্টস ইউনিটির সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে গফ্ফার মোল্লা বলেন, অতি দুঃখ-কষ্ট বেদনা নিয়া এই বৃদ্ধ বয়সে আপনাদের দারপ্রান্তে উপস্থিত হয়েছি।

আমার স্থায়ী ঠিকানা মিঠাগঞ্জ ইউনিয়নের আজিমদ্দিন গ্রামে। জীবিকার সন্ধানে ১৯৯৮ সালে নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা গ্রামের ছোহরাব হাওলাদার এর কাছ থেকে ১৯৯৮ সালে সাড়ে ১৬ শতাংশ জমি ক্রয় করে বাড়ী-ঘর-বাগান পুকুর নির্মান করিয়া স্থায়ীভাবে বসবাস করি।

পরবর্তীতে ২০১২ সালে জালাল মীরের কাছ থেকে ১০ শতাংশ, ২০১৯ সালে দুলাল আকন গংদের নিকট হইতে সাড়ে ৪৪ শতক, ২০২০ সালে আমিরুল ইসলামের কাছ থেকে ১৩ শতক, শাহআলমের কাছ থেকে ৩৩ শতক, ২০২৩ সালে ১২জন সেনা সদস্যের কাছ থেকে ২১ শতক, ২০২৪ সালে কহিনুর বেগম হইতে ০৬ শতক জমি ক্রয় করি।

ক্রয়কৃত জমিগুলো একই এলাকার রফিকুল ইসলাম, সোহরাব হোসেন সান্টু, রাসেল, আবদুল হক আমার প্রতিটি দলিলের জমি হইতে অধিকাংশ জমি জোর পূর্বক দখল করিয়া নিয়া সীমানা প্রাচীর করার চেস্টা চালায়।

বাধা দিতে গেলে আমার স্ত্রী ও পুত্রবধুকে এলোপাথারী মারধর করে। এনিয়ে নারী শিশু নির্যাতন ট্রাইবুন্যাল আদালতে (৬৯৫/২০২৪) মামলা করি।

সেনাবাহিনী, ওসি কলাপাড়া থানা এবং নারী শিশু নির্যাতন ট্রাইবুন্যাল কোটে আইনী সহায়তা ও ক্রয়কৃত জমি রক্ষার জন্য একাধিক অভিযোগ করি।, প্রতিটি অভিযোগ তদন্ত হয় এবং সত্য প্রমানিত হয়।

প্রতিবেদনের বিষয় জানতে পেরে সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়া মানববন্ধক করেন। তিনি সুষ্ট বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।এসময় উপস্থিত ছিলেন, পুত্রবধূ হাসিনা বেগম, স্ত্রী স্বরভানু বেগম, মেয়ে সালমা, রুমানা, ছেলে রাসেল মোল্লা।

এবিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, গফফার মোল্লার সাথে সুপ্রতিবেশী মুলক সম্পর্ক রয়েছে। জমি নিয়ে বিরোধীদের জের ধরে তিনি আমাকে সহ আমার মামা এবং তার ছেলেকে ধর্ষণ মামলার আসামি করেন।

এর প্রতিবাদে এলাকায় মানববন্ধন করলে তিনি ক্ষিপ্ত হয়ে এই সংবাদ সম্মেলন করেছেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

১২.০২.২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD