বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:
পটুয়াখালী বাউফলে বিস্ফোরক মামলায় (অপারেশন ডেভিল হান্ট) দ্বিতীয় দিনে আরও ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
১০ফেব্রুয়ারী সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ১১নং দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের মনজু দালাল এর ছেলে মো. আবু তাহের(২৭),বাউফল সদর ইউনিয়নের হোসনাবাদ গ্রামের জয়নাল আবেদীন খাঁন এর ছেলে মো.জাহাঙ্গীর হোসেন খান(৩৫),এবং দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর তাফালবাড়িয়া গ্রামের লুৎফর রহমান তালুকদার এর ছেলে আবু জাফর তালুকদার(২৯)।
আটককৃতরা সকলেই আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান,২০২৫ সালের জানুয়ারি মাসের ১৩ তারিখে বাউফল থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় (মামলা নং-০৯) তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এবং অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে।
তারিখ -১১/০২/২৫ইং
মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি