মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে মানবিক, অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন স্পেইড হিম্যানিটি’র ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (০১ জানুয়ারি) সকাল ১১টায় বাউফল সরকারি কলেজ অডিটরিয়ামে এ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক নাঈম হোসেন নির্বাচিত হয়। অন্যান্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক আহসান আলম শুভ, কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম, চিকিৎসা সেবা ও স্বাস্থ্য সুরক্ষা তানভীর, শিক্ষা সহায়তা সম্পাদক আরেফিন রিফাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আহমেদ তামিম, ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা সম্পাদক আহমেদ কাওছারকে নির্বাচিত করা হয়। এছাড়া কার্যনিবাহী সদস্য পদে ৯ জনকে নির্বাচিত করা হয়।
তারা হলেন, সানজিদা আফরিন, ওবায়দুল, ফারজানা আক্তার সুমা, সীমা ইসলাম দোহা, মিজানুর রহমান, শাহারা আক্তার হীরা ও নীলা আক্তার।
মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি