বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন
এস আল-আমিন খাঁন পটুয়াখালী, নিজস্ব প্রতিবেদকঃ
পটুয়াখালী মধ্য উত্তর বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আতিকুল হকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। তাকে মেরে জমি দখল করে নেয়ার জন্য পূর্বপরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্য এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তালাকপ্রাপ্ত স্ত্রী জান্নাতুন নেছা ও তার ভাই ইমরানের বিরুদ্ধে।
জান্নাতুন নেছা বদরপুর ইউনিয়নের খলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মঙ্গলবার ১০’ডিসেম্বর সন্ধ্যায় পটুয়াখালী পৌর শহরের ৭ নং ওয়ার্ড একতা সড়ক আহত আতিকুল হককের বসতঘরে ঢুকে হামলা চালানো হয়েছে। গুরুত্বর আহত হয়ে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।
আহত আতিকুল হক অভিযোগ করে বলেন, হামলাকারী জান্নাতুন নেছা তার প্রথম স্ত্রী ছিলেন পরে তাদের মধ্যে তালাক হয়ে যায়।
এসব বিষয়ে উভয়ের মধ্যে আদালতে মামলা চলমান। ইতিপূর্বে আতিকুল হককে জিম্মি করে জোরপূর্বক বরিশালের ৪ শতক জমি লিখে নেয় জান্নাতুন নেছা ও তার ভাই ইমরান বর্তমানে বসবাসরত একতা সড়কে ১.৭০ শতক জমিসহ বসতঘর দখল করার জন্য হত্যার উদ্দেশ্য হামলা চালানো হয়েছে ।
তালাক হওয়া স্ত্রী ও আতিকুল হকের ঔরসে দুই সন্তান রয়েছে সেই সন্তানদের ভরন পোষন তিনি (আতিকুল) চালিয়ে যাচ্ছেন। এসব পারিবারিক বিষয় নিয়ে ঘটনার দিন একতা সড়কে জেলা, উপজেলা, থানা পর্যায়ের নেতাকর্মী, আইনজীবীসহ গণ্যমান্য ব্যাক্তিরা মিমাংসায় বসেন।
এক পর্যায়ে গন্যমান্যাদের সিদ্ধান্তেই আগামী ২১ ডিসেম্বর পুনরায় বসাবসি হওয়ার সিদ্ধান্ত হয়। গন্যামান্য ব্যাক্তিরা চলে যাওয়ার কিছুক্ষন পরেই জান্নাতুন নেছা ও তার ভাই ইমরান সহ আর ও অজ্ঞাত ১০/১২ জন আতিকুল হকের বসতঘরে অনাধিকারের প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। হামলায় আতিকুল হক গুরুত্বর আহত হয়।
তার ডাকচিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে এবারের মতো বেঁচে গেলি সামনে একবারে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে হামলাকারীরা স্থান ত্যাগ করে।
পরে আহত আতিকুল হককে স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত আতিকুল হক পটুয়াখালী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক হিসেবে রাষ্ট্রের কাছে নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সেই সাথে হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। তিনি আইনগত ও দাপ্তরিক সহযোগিতা কামনা করেন।