মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার জেলা ও দায়রা জজ আদালতে ও এর অধীন আদালত, বিশেষ জজ আদালত এবং নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আইন কর্মকর্তা নিয়োগে সরকারি প্রসিকিউটর (জেলা ও দায়রা জজ আদালত) এ সরকারি প্রসিকিউটর (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন এ্যাডভোকেট মো. আব্দুল্লাহ ইউসুফ।
তিনি ২০১৩ খ্রিঃ এর ৬ এপ্রিল পটুয়াখালী জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। এ্যাডঃ আব্দুল্লাহ ইউসুফ পটুয়াখালী জেলা পরিষদ ও পটুয়াখালী পৌরসভার আইন উপদেষ্টা, ব্লাস্ট ও লিগ্যাল এইড, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, আইএফআইসি ব্যাংকের প্যানেল আইনজীবী হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি ইযুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও ইউনাইটেট হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন UHWO এর আইন উপদেষ্টা এবং নৌযান শ্রমিক ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক ও আয়কর আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।
আইন পেশার পাশাপাশি এ্যাডভোকেট আব্দুল্লাহ ইউসুফ জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন নামক পত্রিকা ও মানবাধিকার টিভি এর আইন উপদেষ্টা এবং মানবাধিকার প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক পদে কর্মরত আছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) বাংলাদেশ সুপ্রীম কোর্ট ঢাকা এর উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মারুফ হোসাইন কর্তৃক প্রেরিত নিয়োগ পত্র (স্মারক নং- সলিসিটর / জিপি- পিপি (পটুয়াখালী) ৬২/২০২৪( অংশ-২)-১৮৯ সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে ও এর অধীন বিশেষ জজ আদালতে এ্যাডভোকেট মো. আব্দুল্লাহ ইউসুফকে সরকারি প্রসিকিউটর হিসেবে নিয়োগ করা হয়েছে
এ নিয়োগ প্রদানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পটুয়াখালী জেলার জেলা ও দায়রা জজ আদালতে ও এর অধীন আদালত, বিশেষ জজ আদালত এবং নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সকল বিজ্ঞ বিচারক ও আইনজীবীদের সহযোগিতা কামনা করেন এ্যাডঃ আব্দুল্লাহ ইউসুফ।