শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ সভাপতি গোসাই – সম্পাদক বিকাশ।কলাপাড়ায় শ্রীগুরু সঙ্ঘের কমিটি গঠন মহিপুরে নসিমনের নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু তথ্য পরিচালক মনিরুজ্জামানের মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক কলাপাড়ায় আমন মৌসুমে উফসী জাতের ধানের নিবিড়তা বৃদ্ধিকরন শীর্ষক মাঠ দিবস সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধান বাংলাদেশ প্রতিবেশীসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমকে কারাগারে পাঠিয়েছেন আদালত ঝালকাঠির রাজাপুরে ব্যারিস্টার শাহজাহান ওমরের গাড়ি ভাঙচুর করা হয়েছে মামলা দিতে থানায় গেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ কলাপাড়ায় পৌর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ কলাপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ বিজয়ীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ কলাপাড়ায় পৌর বিএনপির সাংগঠনিক সমাবেশ কলাপাড়ায় নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস পালিত পটুয়াখালীতে (অবঃ) পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় জমি দখলেরঅভিযোগ জিয়া মঞ্চ বাবুগঞ্জ উপজেলার কর্মী সভা অনুষ্ঠিত
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়’র প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনীর তারিখ চুড়ান্ত

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়’র প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনীর তারিখ চুড়ান্ত

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ।।
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী আগামী ২৮ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।
এ অনুষ্ঠানে অংশগ্রহনে আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।
মুক্তিযোদ্ধা সংসদের দ্বিতীয় তলায় অবস্থিত খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী উদযাপন কমিটির অস্থায়ী কার্যালয়ে শুক্রবার(৩০ আগস্ট) সন্ধ্যায় পুনর্মিলনী সফল করার জন্য এক সভা অনুষ্ঠিত হয়।
প্রথম পুনর্মিলনী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক নাসির তালুকদারের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব মো. রেজাউল করিম বাবলা, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. শাহদাত হোসেন বিশ্বাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান মনির, কলাপাড়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সৈয়দ জসিম উদ্দিন, প্রাক্তন কাউন্সিলর বিশ্বাস শফিকুর রহমান টুলু, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. রফিকুল ইসলাম, স্থপতি মো. ইয়াকুব খান, শিক্ষক-সাংবাদিক নেছারউদ্দিন আহমেদ টিপু, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক চঞ্চল সাহা, অ্যালফাবেট কিন্ডারগার্টেনের পরিচালক মোস্তফা জামান সুজনসহ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
আয়োজকরা জানান, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ২০২৪ সাল পর্যন্ত এ বিদ্যালয়ে যাঁরা পড়াশোনা করেছেন এমন যে কোনো প্রাক্তন শিক্ষার্থী প্রথম পুনর্মিলনীতে অংশগ্রহনের জন্য নিবন্ধন করতে পারবেন। আগ্রহীদের ০১৭৯৫৬৯১৩৭১, ০১৭১০৮৫৮৮১৪, ০১৭১৩০৩৬৮০৬ মুঠোফোন নম্বরে নিবন্ধন সংক্রান্ত বিষয়ে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য ১৯২৮ সালে খেপুপাড়া মাইনর স্কুল হিসেবে এ বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। ১৯৩৩ সালে খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়, এরপর খেপুপাড়া ডেভেলপমেন্ট মাধ্যমিক বিদ্যালয়, ১৯৭৫ সালে খেপুপাড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, ২০১০ সালে খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় নামে এর নামকরণ করা হয়। ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর এ বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়। এখন বিদ্যালয়টি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় নামে পরিচিত।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD