বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
উদযাপিত হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় ‘শ্মশান দিপালী’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ-অগ্নিসংযোগ বরিশালে প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে ন্যায্যমূল্যের দোকান প্র‍য়াত স্বজনদের স্বরনে কলাপাড়ায় শ্মশান দিপালী উৎসব পালিত আন্দোলন সংগ্রামে নিহতদের জন্য যুবদলের দোয়া মুনাজাত কলাপাড়ায় জাল ফেলাকে কেন্দ্র করে জেলেকে মারধর পটুয়াখালীতে সাবেক আ’লীগ ও বিএনপি করা দুই ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন কলাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে ১১ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক ৫ জন অনিয়মই যেন নিয়ম চাঁদাবাজির বিরুদ্ধে ইউনিয়ন বি এন পির প্রতিবাদ সমাবেশ গলাচিপায় গনআধিকার পরিষদের সমাবেশে হাজারো মানুষের ঢল কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ‘এইচপিভি’ টিকা প্রদান যুবদলের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বাউফলে জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত সড়কে নিরাপত্তায় নতুন আইনের দাবি বরিশালে কলাপাড়া পৌরসভার রাজস্ব লুটে নিচ্ছে দুর্বৃত্তরা
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়’র প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনীর তারিখ চুড়ান্ত

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়’র প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনীর তারিখ চুড়ান্ত

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ।।
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী আগামী ২৮ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।
এ অনুষ্ঠানে অংশগ্রহনে আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।
মুক্তিযোদ্ধা সংসদের দ্বিতীয় তলায় অবস্থিত খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী উদযাপন কমিটির অস্থায়ী কার্যালয়ে শুক্রবার(৩০ আগস্ট) সন্ধ্যায় পুনর্মিলনী সফল করার জন্য এক সভা অনুষ্ঠিত হয়।
প্রথম পুনর্মিলনী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক নাসির তালুকদারের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব মো. রেজাউল করিম বাবলা, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. শাহদাত হোসেন বিশ্বাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান মনির, কলাপাড়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সৈয়দ জসিম উদ্দিন, প্রাক্তন কাউন্সিলর বিশ্বাস শফিকুর রহমান টুলু, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. রফিকুল ইসলাম, স্থপতি মো. ইয়াকুব খান, শিক্ষক-সাংবাদিক নেছারউদ্দিন আহমেদ টিপু, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক চঞ্চল সাহা, অ্যালফাবেট কিন্ডারগার্টেনের পরিচালক মোস্তফা জামান সুজনসহ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
আয়োজকরা জানান, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ২০২৪ সাল পর্যন্ত এ বিদ্যালয়ে যাঁরা পড়াশোনা করেছেন এমন যে কোনো প্রাক্তন শিক্ষার্থী প্রথম পুনর্মিলনীতে অংশগ্রহনের জন্য নিবন্ধন করতে পারবেন। আগ্রহীদের ০১৭৯৫৬৯১৩৭১, ০১৭১০৮৫৮৮১৪, ০১৭১৩০৩৬৮০৬ মুঠোফোন নম্বরে নিবন্ধন সংক্রান্ত বিষয়ে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য ১৯২৮ সালে খেপুপাড়া মাইনর স্কুল হিসেবে এ বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। ১৯৩৩ সালে খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়, এরপর খেপুপাড়া ডেভেলপমেন্ট মাধ্যমিক বিদ্যালয়, ১৯৭৫ সালে খেপুপাড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, ২০১০ সালে খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় নামে এর নামকরণ করা হয়। ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর এ বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়। এখন বিদ্যালয়টি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় নামে পরিচিত।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD