শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে গৃহবধূ নিখোজ, জনমনে নানা প্রশ্ন হত্যা না গুম ঈদের তৃতীয় দিনে পর্যটকে কনায় কানায় পরিপূর্ন কুয়াকাটা সৈকত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ,সাধারন সম্পাদক নাসির উদ্দীন নাসির কলাপাড়ায় কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণদের সন্মাননা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষ থেকে বরিশাল মহানগর বিএনপির ঈদ উপহার বিতরণ পর্যটক আকর্ষনে ঈদকে ঘিরে কুয়াকাটায় চলছে শেষ সময়ের প্রস্তুতি কলাপাড়ায় ঈদের চাঁদ উৎসব কলাপাড়ায় ১১ গ্রামের ১৫ হাজার মানুষ উদযাপন করছে আগাম ঈদ পটুয়াখালীতে আজ ৩৫টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন পালিত হচ্ছে কলাপাড়ায় ৩৪টি এসএসসি ব্যাচের ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৫’ অনুষ্ঠিত কলাপাড়া পৌর নির্বাচন।।মেয়র পদে নির্বাচন করতে তৎপর নান্নু মুন্সী কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম জিয়ার রোগমুক্তির জন্য ইফতার কলাপাড়া সাংবাদিক ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠান কুয়াকাটায় ১০ দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপি সভাপতির দুই ছেলে
পটুয়াখালীতে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের টাকায় নদী ভরাট

পটুয়াখালীতে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের টাকায় নদী ভরাট

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

সরকারি কোন ধরনের নিয়মনীতি অনুসরন না করেই দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অর্থায়নে বালি দিয়ে পটুয়াখালী সদর উপজেলা ও বাউফল উপজেলার মধ্যকার কাশিপুর নদী (মতান্তরে করাতখালী খাল) ভরাট করার ঘটনা ঘটেছে।

এতে করে প্রবাহমান নদীর একটি অংশ দখলের নতুন প্রবনতা শুরু হলো। আর দায় এড়াতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ গুলো নদীর জমিকে সিকিস্তি জমি হিসেবে দাবী করছেন। তবে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা।

পটুয়াখালীর বাউফল উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৩-২০২৪ অর্থ বছরের ‘কাবিটা’ প্রকল্পের আওতায় কাশিপুর খেয়াঘাট সংলগ্ন মাছ বাজারের টেকসই উন্নয়ন করার নামে ৩৫ লাখ টাকা বরাদ্দ করা হয়।

তবে বাজারের টেকসই উন্নয়নের নামে বালি দিয়ে নদীর মধ্যে গাছের খুটি দিয়ে পাইলিং করে বালি ভরাট করা হয়েছে।

আর নথি পত্রে নদী ভরাটের বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। এবং ৩৫ লাখ টাকা দিয়ে কি কি কাজ করা হবে কিংবা কিভাবে এই অর্থ ব্যায় ও অর্ত বরাদ্দ হলো সে বিষয় বিস্তারিত তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস। এ ছাড়া এই একই ইউনিয়নে কাবিটা প্রকল্পের মাধ্যমে আরও ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়।

স্থানয়রা জানান, পটুয়াখালী থেকে লোহালিয়া হয়ে বাউফল উপজেলায় যাতায়াতের বিকল্প পথ সৃষ্টি এবং পানি ব্যবস্থাপনার জন্য ৯০ এর দশকে কাশিপুর নামক স্থানে পটুয়াখালীর লোহালিয়া-গলাচিপা নদীর শাখা নদী কাশিপুর নাম স্থানে বাঁধ দিয়ে সুলিশ গেট তৈরী করা হয়। স্থানীয়দের কাছে এটি করাতখালী খাল হিসেবেও পরিচিত। তবে বাঁধের দুই পাশে নদীর অস্তিত্ব এবং পানি প্রবাহ থাকলেও নদীর দক্ষিণ পাশে ম্যানগ্রোভ ফরেষ্ট সৃষ্টি হওয়ার পাশপাশি পলি পরে নদীর দক্ষিণ পাড় ভরাট হয়েছে।

তবে কিছু কিছু স্থানে নদী পাড়ের মানুষরা দখল করে স্থাপনা নির্মান করেছিলো। আর সম্প্রতিক সময় কাশিপুর বাধের দক্ষিণ পাশে নদীর মধ্যে বিশাল একটি এলাকা বালি দিয়ে ভরাট করা হয়েছে। বালি ভরাট এই কার্যক্রম পুরোটাই তদারকি কিংবা নিয়ন্ত্রন করেছেন সাবেক সংসদ সদস্য বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজ।

তিনি নিজে উপস্থিত থেকে এই নদী ভারাটের কার্যক্রম উদ্বোধন করেছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে জানেত সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজ এর সাথে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয় জানতে চাইলে পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম বলেন, ‘দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের কাবিটা প্রকল্পের আওতায় ‘কাশিপুর খেয়াঘাট মাছ বাজারের টেকশই উন্নয়ন’ নামে একটি প্রকল্প থেকে কাজটি করা হয়েছে। জায়গাটি যদি নদীর জমি হয়ে থাকে তবে অন্য কাজে ব্যবহারের সুযোগ নেই।

এর পরও এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। নদীর জমিতে বালি ভরাট করা হলে অবশ্যই তা অপসারন করতে হবে। তবে নথি পত্রে যেটা দেখছি, যায়গাটি সিকিস্তি হিসেবে খতিয়ান ভুক্ত করা হয়েছে। এদিকে স্যাটেলাইট ইমেজ বিশ্লেষন করে দেখা যায় ৯০ এর দশকে কাশিপুর নামক স্থানে বাঁধ দিলেও ২০১৪ সালেও এই স্থানটি প্রবাহমান নদীর একটি অংশ ছিল।

আর ভরাট করার আগ পর্যন্ত জায়গাটিতে জোয়ারের সময় পানি প্রবাহ করতো। বর্তমানে যে অংশটুকু ভরাট করা হয়েছে তা পুরোটাই নদীর জায়গা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD