শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বায়োজিনের নতুন শাখার উদ্বোধন হলো বরিশালে কাফির বাড়ি পুড়িয়ে ফেলার ঘটনায় কলাপাড়া  থানায় মামলা কর্মকর্তাদের ব্যক্তিগত মুঠোফোন জব্দ করছেন বরিশাল সোনালী ব্যাংকের জিএম উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ গলচিপায় গোলখালী ইউনিয়নে ইমামদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সরকারকে ৭ দিনের সময় দিলাম, বিচার না পেলে রাজপথে একা দাড়াবো……….. নুরুজ্জামান কাফি কলাপাড়ায় জমিসহ বাড়ীঘর জবর দখললের প্রতিবাদে সংবাদ সম্মেলন কলাপাড়ায় স্বাস্থ্য প্রশাসক ডাঃ লেলিনের অপসারণের দাবিতে মানববন্ধন সমাবেশ কলাপাড়ায় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির ঘর আগুনে পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা বরিশালে অপারেশন ডেভিল হান্টে আটক ১৬ জন বাউফলে বিস্ফোরক মামলায় দ্বিতীয় দিনে আরও ৩জন গ্রেফতার পটুয়াখালীতে হোটেলের চুলা থেকে আগুন,১৫ দোকানঘর পুরেছাই ফায়ার সার্ভিসের ১কর্মী আহত অপারেশন ডেভিল হান্ট’ কলাপাড়ায় যুবলীগ নেতা আটক গণমাধ্যমকর্মীদের সাথে পায়রা-১৩২০ তাপবিদ্যুৎ কেন্দ্রের মতবিনিময় বরিশালে ফলচাষের আধুনিক চাষাবাদ ও ফলন বৃদ্ধি বিষয়ক কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত
কলাপাড়ায় জমে উঠেছে ৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মাঠ

কলাপাড়ায় জমে উঠেছে ৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মাঠ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি  :
আগামী ৫ই জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচন।
প্রতীক পাওয়ার পর এ জনপদের নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে। উপজেলার দু’টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের মাঠঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।
স্বতন্ত্র ব্যানারে নির্বাচন হলেও মূলত আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যে প্রতিদ্বনিদ্বতা চলছে। গত ২০ মে কলাপাড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। তাদের মধ্যে তিনজন চেয়ারম্যান, তিনজন ভাইস চেয়ারম্যান ও ৪জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিযোগিতা করছেন। আওয়ামী লীগের একাধিক প্রার্থী মাঠে থাকলেও বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ অন্য কোনো দলের প্রার্থীরা মাঠে নেই।
ভোটাররাও এবার স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় প্রতীক ও সমর্থন না থাকায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী।
দল থেকে একাধিক প্রার্থীর এ প্রতিদ্বনিদ্বতা আওয়ামী লীগকে দলীয় দ্বিধাবিভক্ত করলেও নির্বাচনকে প্রতিদ্বনিদ্বতাপূর্ন করতে তারা এমন কৌশল নিয়েছে। ফলে গত সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগের নিজেদের মধ্যেই প্রতিদ্ধনিদ্বতা রয়েছে।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন- সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার(ঘোড়া প্রতীক), যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ (আনারস), জেলা কৃষক লীগ নেতা ও সাবেক টিয়াখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ আকতারুজ্জামান কোক্কা (দোয়াত কলম)।
ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল(টিউবওয়েল), দপ্তর সম্পাদক মো. ইউসুফ আলী (চশমা), উপজেলা কৃষকলীগের নেতা আলহাজ্ব ডা: মো. ইব্রাহীম খলিল (বই)।
সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাহিনা পারিভিন সীমা (সেলাই মেশিন), সদস্য নাজমুন নাহার মলি (কলস), রাশিদা বেগম(ফুটবল), মোসাম্মাৎ লাইজু হেলেন লাকি (হাঁস)।
সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য নাজমুন নাহার মলি বলেন, মাঠ পর্যায়ে আমার পরিচিতি খুবই ভাল আছে। আমার বিজয় ইনশাল্লাহ।
উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও বর্তমান সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান শাহিনা পারিভিন সীমা বলেন, পাঁচটি বছর দায়িত্বে ছিলাম। চেষ্টা করেছিস সাধারণ মানুষের পাশে থাকতে। মানুষ মূল্যায়ন করলে ইনশাল্লাহ আবারো বিজয় লাভ করব।
উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ডাক্তার ইব্রাহিম খলিল জানান, প্রথমবারের মতো অংশ নিয়েছি। মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি।
উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের উপজেলা দপ্তর সম্পাদক অধ্যাপক মো. ইউসুফ আলী বলেন, আমি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি তাতে আমার ৯০% ভোট রয়েছে। আমি দীর্ঘ দিন আওয়ামীলীগের কর্মী হিসেবে ব্যাপক পরিচিত রয়েছে। এ হিসেবে ইনশাল্লাহ আমি নির্বাচনে বিজয় সুনিশ্চিত।
জেলা কৃষক লীগ নেতা ও সাবেক টিয়াখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ আকতারুজ্জামান কোক্কা জানান, গত নির্বাচনে অংশ নিয়ে অল্প কিছু ভোটের ব্যবধানে হেরেছি। মানুষের সাথে ছিলাম আছি থাকবো। জনগণ মূল্যায়ন করলে ইনশাল্লাহ বিজয় আমার হবে।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগ বলেন, আমি উপজেলা পরিষদে নির্বাচিত হতে পারলে উপজেলা পরিষদকে স্মাট উপজেলা পরিষদ হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। আমি দীর্ঘ দিন থেকে মাঠে কাজ করছি। জনগনের ভাল সাড়া পাচ্ছি।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার বলেন, আমি আমার উপজেলা জনগনের সাথে দেখা করছি তাতে ইনশাল্লাহ ভাল দেখি। আমার বিজয় হবেই ইনশাআল্লাহ।
উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩১ মার্চ কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।  উপজেলার ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার ভোট সংখ্যা ২ লাখ ১ হাজার ১৯৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ৪৩, মহিলা ভোটার ৯৯ হাজার ১৪৯।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD