রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শহীদ ওসমান হাদির মৃত্যুতে জাতীয় শোক: পটুয়াখালী সরকারি জুবিলী স্কুলে উৎসবের ধৃষ্টতা হাদীর মৃত্যু’তে সারাদেশে শোকের ছায়া-পটুয়াখালীতে জামায়াত নেতা আন-নাহিয়ান এর অনুমতিতে কনসার্ট পিপলস রাইট ফাউন্ডেশনের এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ওসমান হাদির হত্যার প্রতিবাদে কুয়াকাটায় বিক্ষোভ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান নলছিটিতে শোকের মাতম বরিশালে ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতা আহত ইসলামিক রিচার্স সেন্টার বাস্তবায়নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা নগরীতে ফের মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে সন্ত্রাসী নাক কাটা রুবেল বরিশালে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব র‌্যালি সহ বর্ণাঢ্য অনুষ্ঠান করেছে জামায়াত কলাপড়ায় নৈশপ্রহরী আব্দুল মান্নান ফরাজীকে শুভেচ্ছা ও সংবর্ধনা বিআরইউ তে মুক্তিযুদ্ধের তথ্য দলিলপত্রের প্রদর্শনী বাউফলে বিজয় দিবসে জামায়াত নেতার হাতে সাংবাদিক লাঞ্ছিত পটুয়াখালীতে জিয়া সৈনিক দলের জেলা কমিটির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান
গলাচিপার মাঝির লাশ মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার, ঝালকাঠিতে আটক ১

গলাচিপার মাঝির লাশ মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার, ঝালকাঠিতে আটক ১

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন স্টাফ রিপোর্টারঃ

গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা নিখোঁজের ৬দিন পর গলাচিপার অহিদুল ফকির(৩২) নামের ট্রলার মাঝির লাশ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার দশআনী মেঘনা নদী থেকে উদ্ধার করেছে স্থানীয় নৌ-পুলিশ। অহিদুল ফকির পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সেকান্দার ফকিরের ছেলে। এ ঘটনায় ট্রলার সহ শাকিল(২৪) কে ঝালকাঠী জেলার সুগন্ধা নদীর উত্তর পাড় থেকে আটক করেছে ঝালকাঠি সদর থানা পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, অহিদুল ফকির ভাড়া করা ট্রলার নিয়ে মালামাল পরিবহন করে থাকে। গত ২৫মার্চ বরিশালের বজলুর রহমানের মালিকানা এমভি মাহিম/মিম ট্রলারে ঢাকার মেঘনা ব্রীজ থেকে ২৪শত ব্যাগ সিমেন্ট বোঝাই করে ভোলার দৌলতখান উপজেলার বাংলা বাজারে যাচ্ছিল।

অহিদুল মাঝির সাথে ছিল ভোলার বোরহানউদ্দিন উপজেলার কালাম মিয়ার দুই ছেলে শাকিল(২৪),রাকিব(২২) এবং বাবুর্চি। ট্রলার ছাড়ার আগ মূহুর্ত পর্যন্ত পরিবারের সাথে মোবাইলে যোগাযোগ ছিল। অহিদুলের স্ত্রী আসমা বেগম(২৯) জানান, তার স্বামীর মুঠোফোনে কল দিলে কর্মচারী দুই জন শাকিল ও রাকিব বারবার অহিদুল ফকির ঘুমিয়ে আছে বলে জানায়। বারবার চেষ্টার পরও তার স্বামীর সাথে যোগাযোগ করতে না পারায় আত্মীয়-স্বজন গলাচিপা থানায় সাধারণ ডায়েরি করতে আসলেও থানা পুলিশ তা আমলে নেয়নি।

৩০মার্চ মুন্সিগঞ্জের নৌ-পুলিশ লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিঁেখাজের ছবি পোস্ট করে। ফেসবুক থেকে পরিবারের লোকজন অহিদুলকে শনাক্ত করে। পরে অহিদুলের বাবা সেকান্দার ফকির মুন্সিগঞ্জ মর্গ থেকে লাশ গ্রহন করে। লাশের চোখ তুলে ফেলা হয়েছে।

এদিকে ট্রলারে থাকা শাকিল, রাকিব ও বাবুর্চি অহিদুলকে খুন করে নদীতে ফেলে দেয় বলে অহিদুলের আত্মী-স্বজন অভিযোগ করেন।

এই খুনের পিছনে আরও অনেকে থাকতে পারে সন্দেহ করছে তারা। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবী জানানো হয়।

ঝালকাঠী সদর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ঢাকার ব্যবসায়ী শাখাওয়াত হোসেন সিমেন্ট চুরির অভিযোগের ভিত্তিতে ঝালকাঠী জেলার সুগন্ধা নদীতে পুলিশ টহল অবস্থায় সন্দেহজনক ট্রলারটি আটকের চেষ্টা করে।

এ অবস্থায় ট্রলারে থাকা শাকিল,রাকিব এবং বাবুর্চি দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। পরে শাকিলকে সিমেন্ট বোঝাই ট্রলারসহ আটক করা হয়েছে।

পরে অহিদুল খুনের বিষয় শাকিল জড়িত আছে বলে জানা গেছে।

মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম খান জানান, ঘটনাটি অন্য এলাকায় হওয়ায় গলাচিপা থানায় অভিযোগ গ্রহন করা হয়নি। গোলাখালী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন জানান, লাশ রবিবার রাত ১১টায় নিয়ে বাড়িতে আসলে ওই রাতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবারে শোকের মাতম চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD