শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মহিপুরে স্ত্রী’র স্বীকৃতির দাবিতে তিন মাসের অন্তঃসত্ত্বা নারীর অনশন সরকারি সুবিধা প্রদানের নামে অর্থ আত্মসাতের অভিযোগে ইউপির সদস্যের বিরুদ্ধে মানববন্ধন একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়ে একদিকে যেমন আনন্দ অন্যদিকে ঘোর অন্ধকার কুয়াকাটায় উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কলাপাড়ায় ৯ হাজার ৪৭০ জন কৃষককে বীজ ও রাসায়নিক সার বিতরণ অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে  ‘লাভ ফর ফ্রেন্ডস’ প্রতিষ্ঠা বার্ষিকীতে সদর উপজেলা যুবদলের ফ্রী মেডিকেল ক্যাম্প বঙ্গোগসাগরে ঘূর্নিঝড় মোন্থা,পায়রা বন্দরে ০২ নম্বর হুশিয়ারী সংকেত মহিপুরে রাখাইন শিশুদের অংশগ্রহণে বাতিঘর’র বৃক্ষ রোপণ বাউফলে বিএনপি নেতা তসলিম তালুকদারের বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন বরিশালে প্রায় দেড় কোটি টাকার নকল সিগারেট জব্দ গণ ধর্ষণের ঘটনায় ৪ জনের ফাঁসির আদেশ ময়নাতদন্ত রিপোর্টে আঘাতের চিহ্ন না থাকলেও আদালতে হত্যা মামলায় চার্জশিট গলাচিপায় ৬ পরিবার ভিটে বাড়ি ছাড়া নগরীতে প্রবাসী স্ত্রীর জমি দখলে প্রতিপক্ষ মরিয়া বসতঘর ভাঙচুর ও লুটের অভিযোগে মামলা বাংলাদেশ বানীর শ্রেষ্ঠ প্রতিনিধি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু
ক্রীড়াজগত কে আরোও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অঙ্গিকার

ক্রীড়াজগত কে আরোও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অঙ্গিকার

Sharing is caring!

শামীম আহমেদ ঃ
বরিশালে কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর গ্রান্ড ফাইনাল খেলা
অনুষ্ঠিত ও বিজয়ী সহ রানারআর্প খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

বৃহস্পতিবার রাত ৭ টায় কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরাম, বরিশাল মেট্রোপলিটন
পুলিশ এর সার্বিক সহযোগিতায় বরিশাল মহানগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াাবাত
স্টেডিয়াম ইনডোরে কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর
গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।

পুলিশ কমিশনার জিহাদুল কবির, বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন মেয়র আবুল খায়ের
আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।

এসময় প্রধান অতিথি এই টূর্নামেন্ট আয়োজনের উদ্যোগ গ্রহণ করায় বিএমপি
কমিশনার কে ধন্যবাদ জানিয়ে বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এই প্রতিযোগিতা
আয়োজন করে যে সূচনা করেছেন আমরা এটি এগিয়ে নিতে চাই।

তিনি বরিশালের
ক্রীড়াজগত কে আরোও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বক্তব্যের শুরুতেই পুলিশ কমিশনার হাজার বছরের শ্রেষ্ঠ
বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,

মুক্তিযুদ্ধে
শাহাদাত বরণকারী ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা-বোন ও ৭৫ এর ১৫ ই আগস্ট জাতির পিতার পরিবারের
শাহাদাত বরণকারী সকল সদস্য সহ সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তিনি এ ধরনের একটি বর্ণাঢ্য আয়োজন সফল ভাবে শেষ করার জন্য সংশ্লিষ্ট সকলকে
ধন্যবাদ জানিয়ে এ সময় তিনি বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাথে তৃনমুল
পর্যায়ের সাধারণ মানুষের সাথে মেলবন্ধন সৃষ্টি করা এই টূর্নামেন্ট আয়োজনের
অন্যতম উদ্দেশ্য ছিল।

গত ৩ ফেব্রয়ারী খেলা শুরু হয়ে দীর্ঘ পথ পরিক্রমায় সকলের অংশগ্রহণে তৃনমূল পর্যায়ে
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে এই আয়োজন পরিপূর্ণ করতে পেরেছি।

কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজ থেকে মাদক, জুয়া, সন্ত্রাস নির্মূল করে
একটি জনমুখী, গণমূখী ও প্রতিরোধমূলক পুলিশী ব্যবস্থা বাস্তবায়ন করার ক্ষেত্রে এ
ধরনের একটি আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ ছাড়াও বিএমপি ও বরিশাল সিটি কর্পোরেশনের সমন্বয়ে প্রতিটি ওয়ার্ডে মাদক
বিরোধী সমাবেশ আয়োজন করে মাদক, সন্ত্রাস নির্মূল করার পাশাপাশি বরিশালকে
একটি বাসযোগ্য নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে সংশ্লিষ্ট
সকলের সহায়তা কামনা করেন।

উল্লেখ্য যে মহানগরীর সকল থানা এলাকার পৃথক পৃথক ভেন্যুতে আয়োজিত বর্ণাঢ্য এ
টুর্নামেন্টে কোতয়ালী মডেল থানা এলাকা থেকে ৩৮ টি টিম, বন্দর থানা এলাকা

থেকে ৩৬ টি, কাউনিয়া থানা এলাকা থেকে ২৪ টি এবং এয়ারপোর্ট থানা এলাকা
থেকে ৪৫ টি সহ সর্বমোট ১৪৩ টি টিম অংশগ্রহণ করেন।

খেলা শেষে পুলিশ কমিশনার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে শিরোপা সহ নগদ অর্থ
তুলে দিয়ে বিজয়ী ও বিজিত দলকে শুভেচ্ছা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অতিরিক্ত ডিআইজি
(পদোন্নতি প্রাপ্ত) আলী আশরাফ ভূঁঞা, বিপিএম-বার, বীর মুক্তিযোদ্ধা কেএসএ
মহিউদ্দিন মানিক, বীর প্রতীক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ ফজলুল করিম,
বিসিসি প্যানেল মেয়র জিয়াউর রহমান বিপ্লব,সমাজসেবক ও আসন্ন বরিশাল সদর

উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক খান মামুন সহ বিএমপ্#ি৩৯;র অন্যান্য
ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং
নেতৃবৃন্দ, খেলোয়ার ও আগত দর্শববৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD