সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মহিপুরে সমবায় অফিসার কে ঘুষ না দেওয়ায় আদালতে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ পটুয়াখালীর মহাসড়কে বাসের ধাক্কায় তহসিলদার মানিকের মৃত্যু পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন উপকূলীয় নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে পাঙ্গাশ নেই কোন ইলিশ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, তাপমাত্রা কমবে শেখ হাসিনার ভাতিজা মঈন আব্দুল্লাহকে বিএনপির মিছিলে হামলা ও দলীয় কার্যালয় ভাংচুররের ঘটনায় ৪ দিনের রিমান্ড সারজিস আলম বলেছেন, খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্নে, তাদের পক্ষে কারও সাফাই গাওয়ার প্রশ্নই আসে না কলাপাড়ায় জাকির স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে সিকদার বাড়ি চ্যাম্পিয়ন কুয়াকাটায় একটি ইলিশ অনলাইনে ৬ হাজার টাকায় বিক্রি কলাপাড়ায় নিম্নবিত্তদের স্বস্থি দিতে সরাসরি কৃষকদের সবজি বাজার গুজব ছড়ানোর আগে তিনি নিজের ভাই-বোন-পরিবারের কথা চিন্তা করতে বলেছে : স্নিগ্ধ কলাপাড়ায় পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ সভাপতি গোসাই – সম্পাদক বিকাশ।কলাপাড়ায় শ্রীগুরু সঙ্ঘের কমিটি গঠন মহিপুরে নসিমনের নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু তথ্য পরিচালক মনিরুজ্জামানের মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
পিরোজপুরে সাবেক চেয়ারম্যান হত্যার ঘটনায় বর্তমান চেয়ারম্যানসহ গ্রেপ্তার চার

পিরোজপুরে সাবেক চেয়ারম্যান হত্যার ঘটনায় বর্তমান চেয়ারম্যানসহ গ্রেপ্তার চার

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদার হত্যা মামলার মূলহোতা বর্তমান চেয়াম্যান মিঠুন হালদারসহ চার জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব -৮।

মঙ্গলবার রাতে বাগেরহাট জেলার মোল্লারহাট থানাধীন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বুধবার বেলা সাড়ে ১২ টায় বরিশাল র‌্যাব-৮ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৮ এর অধিকায়ক জুবায়ের আলম শোভন।

গ্রেপ্তারকৃতরা হলেন,বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার ও তার সহযোগী সুষম হালদার, জালিস মাহমুদ এবং মো. আমিনুল ইসলাম।

র‌্যাব জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদার ৩০ জানুয়ারি মঙ্গলবার একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে নিজ বাড়ি থেকে যাওয়ার পথে মিঠুন হালদারের নেতৃত্ব লাঠি ও ইট দিয়ে এলোপাথারি মারধর করে তাকে মৃত মনে করে সেখানে ফেলে চলে যায়।

পরে স্থানীয়রা শেখর কুমার শিকদারকে উদ্ধার করে প্রথমে নেছারাবাদ ও পরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এঘটনায় নিহত শেখর কুমার শিকদারের স্ত্রী মালা মন্ডল বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন। রযাব জানায়, ঘটনার পর হত্যার সাথে জড়িতরা গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন অঞ্চলে আত্মগোপন করে।

র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়াতদন্ত করে তথ্যপ্রযুক্তির সহয়তায় তাদেরকে গ্রেপ্তার করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD