রবিবার, ১১ মে ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
বরিশালে চৈতন্য স্কুলের অডিটোরিয়ামে বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন ,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কমরেড ইমাম হোসেন খোকন , বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়কারী ডা: মনীষা চক্রবর্তী। সভায় সভাপতিত্ব করেন বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক ও পরিচালনা করেন ইউনিয়নের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম। সভায় বক্তারা বলেন, রিক্সা ইউনিয়নের নেতৃত্বে বরিশালে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্সের দাবিতে যে আন্দোলন বরিশালে শুরু হয়েছে তা আজ সারাদেশে ছড়িয়ে পড়েছে। এই সংগ্রামের সংগঠনের সংহতি রক্ষা ও শক্তিবৃদ্ধি করার জন্য বক্তারা নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।