বরিশাল বন বিভাগের কর্মকর্তাদের উদ্ধার করা ৩৪ কেজি ওজনের একটি কচ্ছপ শুক্রবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে। শনিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশালের বন সংরক্ষক মোহাম্মদ হারুন-অর রশিদ খান জানিয়েছেন, রাতে কচ্ছপটি বিক্রির জন্য কাশিপুর বাজারে নিয়ে আসা হয়। পরে স্থানীয়রা কচ্ছপটি জব্দ করে পুলিশকে খবর দেয়ার পর কারবারি পালিয়ে যায়। পরে পুলিশ বন বিভাগে খবর দেয়ার পর কচ্ছপটি উদ্ধার করা হয়। তিনি আরও জানিয়েছেন, পরে বিভাগীয় কর্মকর্তাদের সাথে কথা বলে কচ্ছপটি রাতেই কীর্তনখোলা নদীর ডিসি ঘাট এলাকা থেকে অবমুক্ত করা হয়েছে।