শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি বরিশাল জেলা শাখার ২০২৩-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর (শুক্রবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরিশাল সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বরিশাল জেলার ১০ টি উপজেলার পরিবার পরিকল্পনা পরিদর্শকরা তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন ।
৫৫ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ মঞ্জুরুল ইসলাম, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ জহিরুল ইসলাম, ৫৬ ভোট পেয়েছেন কোষাধ্যক্ষ মোঃ নাজমুল ইসলামসহ প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে ৪৩ পেয়ে বিজয়ী হয়েছেন মোঃমাইনুল ইসলাম। মোট ৫টি পদ ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী হাসান, বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক পরিষদ এর আহ্বায়ক মোঃসোহেল হোসেন, সদস্য সচিব মোঃ আলমগীর মজুমদার , যুগ্ম আহ্বায়ক মোঃ দিদারুল ইসলাম, সদস্য মোঃ আবদুল কাদের ও মোঃ দুলাল শেখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ঝালকাঠী জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি বিপ্র মাতুব্বর , সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন, পটুয়াখালীর মোঃ সুলতান মাহামুদ, বরগুনা মোঃ সাইদুর রহমান মামুন ও ইব্রাহিম , পিরোজপুরের সেলিম হোসেন । নির্বাচন পরিচালনা করেন ৮ সদস্য আহ্বায়ক পরিষদের প্রধান উপদেষ্টা মোঃ খায়রুল আলম, কেন্দ্রীয় আহ্বায়ক পরিষদ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি উপদেষ্টা ও যুগ্ম আহ্বায়ক কাজী আতিকুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোর্শেদ মাওলা অপু, অনান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিউদ্দিন আহম্মেদ, আঃসত্তার, সুশান্ত কুমার দাস ও হেলাল তালুকদার।