রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ আজ ১৮ই সেপ্টেম্বর সোমবার বেলা ১১:০০ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের চলমান উন্নয়ন কাজের সর্বশেষ অগ্রগতি নিয়ে প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকৌশলীদের সাথে আলোচনা করেন পুলিশ কমিশনার বিএমপি।
আলোচনা কালে তিনি প্রতিটি কাজের সিডিউল মোতাবেক গুনগত মান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব হামিদুল আলম, বিপিএম, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব মােহাম্মদ নজরুল হােসেন সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ ও ঠিকাদারগন।