বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন
নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম মহোদয়ের সাথে উজিরপুর উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও শিকারপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন। আজ ৩১ জুলাই সোমবার বিকাল ৩ টায় উপজেলা প্রশাসন উজিরপুর এর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলামের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি তিনি মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রধিকার প্রকল্প মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় “আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার” হিসেবে উজিরপুর উপজেলার শিকারপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করার পাশাপাশি উপকার ভোগী, গৃহ নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেন। এসময় তিনি আশ্রায়ণে বসবাস রত উপকার ভোগী এবং নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলেন। উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নে তৃতীয় পর্যায়ের আশ্রয়ণের ৫২ টি ঘর রয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান উজিরপুর উপজেলা পরিষদ আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন বেপারী, সহকারী কমিশনার (ভূমি) উজিরপুর কে এম ইসমাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) অপূর্ব কুমার বাইন রন্টু, ভাইস চেয়ারম্যান (নারী) সীমা রানী শীল। শুরুতে সকলের সাথ পরিচিত পর্ব অনুষ্ঠিত হয় পরে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা উজিরপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।