শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামী ‘র বাড়িতে অনশন বরিশালে রাতের আঁধারে ড্রেনের লোহার ঢাকনা চুরি সাভারে এসি বিস্ফোরণে আহত ৭ বরিশালে দুর্গাসাগরে পুণ্যস্নানে নেমে কলেজছাত্রের মৃত্যু শ্বশুরবাড়ি কলাপাড়ায় আসার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় জামাতা নিহত বরিশালে চৌমাথা লেকে পোনা মাছ অবমুক্ত করলেন ইজারাদার বাপ্পি কলাপাড়ায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, ভ্যাপসা গরমে দিশেহারা নিম্ন আয়ের মানুষ বরিশালের বাবুগঞ্জের দূর্গা সাগরে অষ্টমী পুণ্যস্নান অনুষ্ঠিত বরিশাল বিএনপি দলীয় কার্যলয়ে কেন্দ্রীয় শ্রমিকদল নেতৃবৃন্দের জন্য দোয়া-মোনাজাত ও স্মরন সভা অনুষ্ঠিত বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচন : চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল বরিশালে জমে উঠেছে তিনদিন ব্যাপি উদীচীর বৈশাখী মেলা পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৫১ পিচ ইয়াবাসহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার ঈদ ও নতুন বছরকে বরনে কুয়াকাটায় পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তায় আইনশৃংখলা রক্ষাকারীরা  ২ দিনও থাকা হলো না নতুন ঘরে গলাচিপায় শর্ট সার্কিটে বসতঘরে আগুন বরিশালে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, রাখিবন্ধন মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে
মনোনয়ন পত্র দাখিল করেই দৃষ্টিনন্দন ওয়ার্ড গঠনে ওয়ার্ডবাসীর সহযোগিতা চাইলেন প্রার্থী

মনোনয়ন পত্র দাখিল করেই দৃষ্টিনন্দন ওয়ার্ড গঠনে ওয়ার্ডবাসীর সহযোগিতা চাইলেন প্রার্থী

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ,

বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) ২০২৩ নির্বাচনে নিজ মনোনয়ন পত্র জমা দিলেন সাংবাদিক মো: রেদওয়ান রানা। সোমবার ১৫ মে বেলা ১২টায় বরিশাল জেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়পত্র ফরম জমা দেন। মনোনয়পত্র ফরম জমা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, এটি প্রশাসনিক বড়বড় দপ্তর থাকা সত্ত্বেও এই ওয়ার্ড টি একটি অবহেলিত ওয়ার্ড তাই দৃষ্টিনন্দন ওয়ার্ড গঠনে এলাকাবাসীর সমর্থন চাইলেন কাউন্সিলর প্রার্থী সাংবাদিক রেদওয়ান রানা। বাহ্যিক এবং কাঙ্খিত কোন সুযোগ সুবিধা পাচ্ছিনা এই ওয়ার্ডের বাসিন্দারা। এসব কথা চিন্তা করি এবারের নির্বাচনে অংশ নেয়া। বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) ২০২৩ নির্বাচনকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে ভোটের মাঠ। স্থানীয় সূত্রে জানা গেছে ২৯ নং ওয়ার্ড বাসীর সেবা করার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করবেন সাংবাদিক মো: রেদওয়ান রানা। প্রচার-প্রচারনায় নির্বাচনের সকল প্র‌তিদ্বন্দ্বী প্রার্থীদেরকে পিছনে ফেলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন তিনি। করছেন উঠন বৈঠক জনগণকেও এলাকার উন্নয়নের জন্য দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। বিভিন্ন সামাজিক কাজেও সময় দিচ্ছেন। এলাকায় নিজের ব্যক্তি ইমেজে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। এর বাইরেও তার আলাদা পরিচয় রয়েছে তাই জনগনের মাঝেও তিনি অতিদ্রুত জনপ্রিয় হয়ে উঠেছেন। ২৯ নং ওয়ার্ড লুৎফর রহমান সড়ক এলাকার বাসিন্দা বেলায়েত হোসেন জানায়, বিগত সময় গুলোতে অএ এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের সাথে সবসময় জড়িত থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন করেন। মানুষের জন্য কিছু করার মানসিকতা তার আছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের সময়ে তিনি নিজ উদ্যোগে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা এবং নিজ সামর্থ অনুযায়ী গ্রামের অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছেন।সব সময় সবার বিপদে আপদে তাকে পাওয়া যায় এমনটাই জানান স্থানীয় লোকজন। স‌রেজ‌মি‌নে গি‌য়ে দেখা গে‌ছে, বিসিসি নির্বাচনকে কেন্দ্র করে পাড়া-মহল্লার অলিগলি ও চায়ের দোকানগুলোতে চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনা। প্রার্থীরা ভোটারদের সমর্থন আদায়ে দোকানপাট ও বাড়ি বাড়ি গিয়ে উঠন বৈঠকের মাধ্যমে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং যিনি সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকবেন এমন ব্যক্তিকেই ভোট দিতে চান ভোটাররা। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন সবসময় সাধারণ মানুষের মানুষের কল্যাণে কাজ করতে চাই। আগামী ১২ জুনের নির্বাচনে ভোটারদের রায়ে বিজয়ী হতে পারলে ২৯ নং ওয়ার্ডবাসীর জীবন মান উন্নয়নে কাজ করবো। মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ। এই ওয়ার্ডে রয়েছে সরকারি এবং বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমূহ, তাই এই ওয়ার্ডকে দৃষ্টিনন্দন ওয়ার্ড গঠনে ও উন্নয়ন অবকাঠামো নির্ভর ওয়ার্ড গঠনকরার লক্ষে সকল শ্রেণীর মানুষের কল্যাণে কাজ করার লক্ষ নিয়ে এলাকাবাসীর সমর্থন চাইলেন কাউন্সিলর প্রার্থী সাংবাদিক মো : রেদওয়ান রানা। পাশাপাশি এলাকার বিদ্যুৎ, রাস্তাঘাট, খালখনন ও ড্রেনেজ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে নিজের সবটুকু দিয়ে সুখ-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এমনকি গত মহামারী দুর্যোগ করোনা কালীন সময়ে প্রথম সারিতে থেকেই ২৯ নং ওয়ার্ডের দূস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী সহ হ্যান্ডসেটেজার – মাক্স তুলে দেন এই তরুণ সমাজসেবক। এই ধারাবাহিকতা রক্ষার্থেই সকলের কাছে দোয়া – সমর্থন ও ভোট চাইলেন তিনি।<

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2017
Design By MrHostBD