শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: বিশ্বকাপের আগে দারুণ এক সুসংবাদ পেলেন সাকিব আল হাসান। রশিদ খানকে পেছনে ফেলে ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে ফের শীর্ষস্থান দখল করলেন এই তারকা ক্রিকেটার। আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলার সুবাদে নিজের হারানো রাজত্ব ফিরে পেলেন সাকিব।
ত্রিদেশীয় সিরিজে সাকিব দুটি হাফসেঞ্চুরিতে ১৪০ রান করেছেন। চোটের কারণে ফাইনাল খেলতে না পারলেও সিরিজে দুটি উইকেটও তুলে নিয়েছেন তিনি।
শীর্ষে ওঠা সাকিবের বর্তমার রেটিং পয়েন্ট ৩৫৯। আর দুইয়ে নেমে যাওয়া আফগানিস্তানের রশিদ খানের পয়েন্ট ৩৩৯।
সাকিব ও রশিদের পর শীর্ষ পাঁচে অন্যরা হলেন, আফগানের মোহাম্মদ নবী, পাকিস্তানের ইমাদ ওয়াসিম ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার।