মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল নগরীর শের ই বাংলা হাসপাতালে ২০ দিন অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন একজন বৃদ্ধ মহিলা হাসপাতালে সূএে জানা যায়। বৃদ্ধ মহিলাটি একা ই হাসপাতালে চলে আসেন এবং তাকে কতৃপক্ষ ভর্তি করে চিকিৎসা চলমান অবস্থায় গতকাল ২৫ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় মৃত্যু বরন করেন। বৃদ্ধ মহিলাটির কোন সঠিক পরিচয় না থাকায় হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। বরিশাল জেলা পুলিশ সদস্য জীবন মাহমুদ জানান সন্ধ্যায় একটি ফোনের মাধ্যমে তথ্য পাই শেরে বাংলা হাসপাতালে একজন বেওয়ারিশ মহিলা মারা গেছে, আমি হাসপাতাল থেকে লাশটির দাফন এর দায়িত্ব গ্রহন করি। তিনি একজন মুসলিম নারী নিশ্চিত হই এবং দাফনের কাজ সম্পূর্ন করি। জীবন মাহমুদ একজন পুলিশ সদস্য হওয়া সত্যেও তার মানবিক দৃষ্টিতে তিনি অসহায় মানুষের বিপদে এগিয়ে এসেছেন।এভাবেই সমাজ এগিয়ে যাবে মানবতার কল্যাণে। জীবন মাহমুদ এ বিষয়ে বলেন,সমাজের প্রত্যেক বিত্তবান ব্যক্তিরা যদি অসহায় মানুষের পাশে থাকে তাহলে কেউ বেওয়ারিশ হিসেবে মর্গে পড়ে থাকবেনা।যারা লাশ দাফন থেকে শুরু করে সকল কার্যক্রমে সহযোগিতা করেছেন তাদের প্রতি অফুরন্ত কৃতজ্ঞতা রইলো।