বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্স: শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ানের সাধারণ মানুষকে উন্নত চিকিৎসা সেবা দিতে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর ২০২২ মহান বিজয় দিবস উপলক্ষে ইষ্ট ভিউ হসপিটাল এন্ড ল্যাব ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। বৃহস্পতিবার (২২ডিসেম্বর) শ্যামপুর ইউনিয়ানের বাবুপুর গ্রামে মৃত আলাউদ্দিন গাভু হাজির আম বাগানে সকাল ৯টা থেকে শুরু করে দুপুর ৩টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চারশতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়।
ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান ভোদন । মেডিকেল ক্যাম্পের দিনব্যাপি উদ্বোধনী আনুষ্ঠানে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া রোগীদের বিনামূল্যে ডায়াবেটিক ও ব্লাডপ্রেসার চেকআপ করা হয় ।