মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্স: আজ ২৬ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ তারিখে বরিশাল জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব জসীম উদ্দীন হায়দার স্যারের নির্দেশনায় নগরীর বটতলা, নতুন বাজার, রুপাতলী এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাবেদ হোসেন চৌধুরী।
এ সময় রপাতলীতে অবস্থিত ফ্রেশ এলপি গ্যাস ডিপোতে অভিযান করা হয়। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় ডিপোটিকে ১০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উক্ত অভিযানে আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।