শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
অনলাইন ডেক্স: প্রবাসীদের মানবিক সহায়তার আওতায় বরগুনা জেলার বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বরগুনা জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটুর তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাফর হোসেন।
উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, মনির হোসেন কামাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাবেক সাধারণ সম্পাদক স্বপন দাস, মো. হাফিজুর রহমান, শাহ আল প্রমুখ।
আয়োজক কতৃপক্ষ বলেন, প্রবাসীদের সহায়তায় বয়াবহ করোনার সময় বরগুনার অসহায় মানুষকে সহায়তা করা হয়। এছাড়াও প্রতি বছর ঈদ, কোরবানির ঈদসহ শীতের সময় সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের শীতবস্ত্রসহ খাবার বিতরণ করা হয়। ভবিষ্যতেও এ কাযক্রম অব্যাহত থাকবে।