রবিবার, ২৭ Jul ২০২৫, ০৯:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বেড়িবাঁধে সবুজ বেষ্টনী প্রকল্পের গাছ কেটে পাউবো’র যায়গায় দোকান ঘর নির্মাণ’র অভিযোগ দুমকিতে সরকারি ডাক্তার এনামুল হক কর্তৃক রুগীর স্বজনকে হুমকি প্রদানে থানায় অভিযোগ টেকসই বাধের অভাবে চরাঞ্চলের হাজারো মানুষ পানিবন্দি লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল।।পায়রা সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত কুয়াকাটায় সমুদ্রে গোসলে নেমে জোয়ারে ভেসে যাচ্ছিল পর্যটক, উদ্ধার করলো জেলেরা অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন তারেক আল ইমরান বাউফলে অসাধু ব্যবসায়ীর কবলে বিলুপ্ত হচ্ছে দেশি প্রজাতির মাছ চাঁদাবাজির টাকা নয় সৎ পথে উপার্জিত অর্থ দান করলেন মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় ক্ষতিকারক সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ জানাতে সম্প্রদায় বিষয়ক সংলাপ বৃষ্টি উপেক্ষা করে কলাপাড়ায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা ইউএনওর বদলির খবরে কুয়াকাটায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল কলাপাড়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম এর পঞ্চম মৃত্যু বাষিকী পালিত বরিশালে দিনে দুপুরে বাসা থেকে মোটরসাইকেল চুরি কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত
বিশ্বকাপ ফুটবল নিয়ে বাড়ছে উম্মাদনা

বিশ্বকাপ ফুটবল নিয়ে বাড়ছে উম্মাদনা

Sharing is caring!

অনলাইন ডেক্স: সময় যতো ঘনিয়ে আসছে আসন্ন কাতার বিশ্বকাপ নিয়ে ততোই বাড়ছে ফটুবলপ্রেমীদের উম্মাদনা। বিভিন্ন দেশের ফুটবল দলের সমর্থনে এরইমধ্যে বরিশালজুড়ে চলছে ভবিষ্যত প্রত্যাশার আলোচনা-সমালোচনা।

এছাড়া সমর্থনকারী দেশের ফুটবল দলের জার্সি, সেই দেশের পতাকা কেনায় ব্যস্ত দিন পার করছেন ফটুবলপ্রেমীরা। অনেকে আবার সীমানা দেয়াল, ভবনের দেয়াল ও রাস্তা-ব্রিজ-কালভার্টেও সমর্থনকারী দেশের পতাকা একে দিচ্ছেন। এ যেন এক উৎসবের আমেজ। তাই নগরজুড়ে পতাকা বিক্রেতাদের সংখ্যাও বেড়েছে।

এদিকে বিশ্বকাপ খেলা উপভোগ করার জন্য অনেকে প্রজেক্টর ভাড়া নেওয়ার চিন্তা করছেন। সেইসঙ্গে অনেকে নতুন টেলিভিশন কিনেছেন এবং কেনার চিন্তা করছেন।

বরিশাল নগরের গোরস্থান রোড এলাকার বাসিন্দা ও আর্জেন্টিনার সমর্থক শাকিল হাওলাদার বলেন, অফিসেই বড়ভাই-ছোটভাইরা মিলে খেলা দেখার আয়োজন করেছি। এরইমধ্যে এক বড় ভাই খেলা দেখার জন্য টেলিভিশনও কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেইসঙ্গে আর্জেন্টিনার খেলার দিনগুলোতে বিশেষ খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা হবে।

তবে খেলার সময়গুলোতে পাড়া-মহল্লায় প্রজেক্টর ভাড়া নেওয়ার জন্য এরইমধ্যে অগ্রিম বুকিং অনেকেই দিয়ে রেখেছেন বলে জানিয়েছেন ব্যবসায়ী আরিফুর রহমান। তিনি বলেন, প্রজেক্টর ভাড়ার দিন ও সময়গুলো দেখে মনে হচ্ছে বরিশালে ব্রাজিল ও আর্জেন্টিনার সাপোর্টারই বেশি। এরপরের সারিতেই ফ্রান্স, জার্মান, স্পেন ও পর্তুগালের সাপোর্টারদের অবস্থান।

এদিকে পাড়া-মহল্লায় যুব সমাজের উদ্যোগে প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার পাশাপাশি খাওয়া-দাওয়ার আয়োজনের কথাও জানা গেছে। আলেকান্দা এলাকার বাসিন্দা আলামিন বলেন, বন্ধু ও ছোট ভাইদের মাছে আর্জেন্টিনা ও ব্রাজিলের সাপোর্টার সবাই, তাই উভয় দলের খেলার দিনগুলোতে খিচুর খাওয়ার আয়োজন করা হবে। আর এর আগাম প্রস্তুতি আমরা নিয়েও রেখেছি।

এদিকে দেশের পতাকার সঙ্গে বিশ্বকাপে অংশগ্রহনকারী দেশগুলোর পতাকা থাকায় বেঁচাবিক্রি ভালোই হচ্ছে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ পতাকা বিক্রেতা আয়নাল হক । তিনি বলেন, সামনে ডিসেম্বর মাস হওয়া বাংলাদেশের পতাকার কদর বাড়বে। তাই চাহিদা থাকায় দেশের পতাকার সঙ্গে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকাও বিক্রি করছি। যদিও এ বছরে জার্সি কেনায় কিছুটা ভাটা পরেছে বলে জানিয়েছেন বরিশালের বৃহত্তর মহসিন মার্কেটের ব্যবসায়ীরা। তারা বলেন, শীতে খেলা হওয়ার কারণে এবারে শীতের পোশাকের নীচে জার্সি পড়তে হবে। হয়তো এ কারণেই ফুটবলপ্রেমীরা জার্সি তেমন একটা কিনছেন না।

তবে ব্রাজিলের সমর্থক আহমেদ মিনার বলেন, জার্সি গায়ে দিয়ে ঘুরে বেড়ালে কিংবা নিজ দেশে অন্য দেশের পতাকা ওড়ালে নিজেকে জাহির করা ছাড়া আর কিছুই মনে হয় না। আমি একটি দলের সমর্থন করি এবং সেটা মন থেকে। প্রত্যাশাও করছি ব্রাজিল সবকয়টা খেলায় জিতে এবারেও বিশ্বকাপ তাদের ঘরে তুলবে।

এমন প্রত্যাশা রয়েছে আর্জেন্টিনার সমর্থক রাসেল হোসেনের। তিনি বলেন, ফুটবল মানেই আবেগের জায়গা। নিজ দেশ বিশ্বকাপ খেলতে না পারলেও অন্যদের খেলা দেখবো। আর বিশ্বকাপে বরাবরের মতো এবারে আর্জেন্টিনার সাপোর্টার। সব খেলা না দেখলেও আর্জেন্টিনারগুলো মিস হবে না।

এদিকে বিবির পুকুর পাড়, বঙ্গবন্ধু উদ্যান, মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্ক, ত্রিশ গোডাউনসগহ নগরের আড্ডাস্থলগুলোতে যুবকদের সঙ্গে তরুণীদের মুখে মুখেও আসন্ন বিশ্বকাপ নিয়ে নানান আলোচনা-সমালোচনা শুনতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী জীবন, কালু, সেলিম, রিপনসহ অনেকে।

তবে যে যে দলের সমর্থকই হোক না কেন সৌহার্দ্য বজায় রেখে বিশ্বকাপ উপভোগ করবে এমন প্রত্যাশা ফুটবলপ্রেমীদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD