বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: বরিশালে অভিযান চালিয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বরিশাল নগরের রুপাতলী এলাকায় এ অভিযান চালায় তারা।
১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সদস্যদের সহযোগীতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সুমি রানী মিত্র, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া জনান, অভিযানে অসাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পাউরুটি সহযোগে তৈরি খাবার বিক্রয়ের অপরাধে রাজদরবার রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, বিদেশী পণ্যের মোড়কে আমদানিকারকের তথ্য ও এমআরপি না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করায় সওদা ঘর স্টোরকে ৫০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করার অপরাধে তোয়া মেডিক্যাল হলকে ৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মধ্যে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।