বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার  গলাচিপায় বজ্রপাতে ৫ গরুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলো নিঃস্ব ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ জমিজমা সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মা’কে পেটালেন ছেলে বরিশালে চীনের ১হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ৬ লেইন প্রকল্প বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন চীনের বিশেষায়িত হাসপাতাল ও ৬ লেন রাস্তার দাবীতে কুয়াকাটায় মানববন্ধন নবায়নযোগ্য জ্বালানি উৎসব ২০২৫: টেকসই ভবিষ্যতের প্রত্যয়ে আয়োজন পটুয়াখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান বাউফলে মায়ের সাথে খেলতে গিয়ে ছিটকে পড়ে শিশুর মৃত্যু কুয়াকাটায় চলছে ৩দিন ব্যাপী রাখাইনদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব সিদ্দিক সভাপতি, মিজান সম্পাদক। মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন গৌরনদীতে চোর সন্ধেহে গনপিটুনিতে আহত যুবকের দুইদিন পর মৃত্যু কুয়াকাটায় আগুনে পোঁড়া বন পরিদর্শন
জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে (পিআইও) চলছে অর্ধদিবস কর্মবিরতি

জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে (পিআইও) চলছে অর্ধদিবস কর্মবিরতি

Sharing is caring!

গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলা প্রতিনিধি জুয়েল মোল্লা : আজ সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে কর্মকর্তা- কর্মচারী কর্মবিরতি শুরু করেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরান হোসেন মিয়া বলেন- ৫ দফা দাবি নিয়ে আমরা এ কর্মবিরতি পালন করছি। পাঁচদফা দাবি গুলো হল ‘ ১। দুর্যোগ ব্যবস্থাপনা আইন -২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন। ২। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ( ডিআরআরও) পদ আপগ্রেডেশন। ৩। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআই পদ আপগ্রেডেশন ৪)সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্ম চারীদের পদনাম পরিবর্তন। ৫) শূন্যপদ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদন্নতি/ চলতি দায়িত্ব/ নিযোগের মাধ্যমে পুরন। তিনি আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২ কার্যকর হয়েছে প্রায় এক যুগ আগে।

অথচ এর আওতায় কর্মরত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) জনবলকাঠামো ও নিয়োগবিধি এখনো অনুমোদন হয়নি। আমাদের দাবী দুইজন উপ-সহকারী প্রকৌশলী, দুইজন কার্য- সহকারী, একজন উচ্চমান সহকারী, একজন এমএলএস এস নিয়োগের দাবিতে আজ ১২ সেপ্টেম্বর হতে ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতি পর্যন্ত সকাল আটটা হতে বারোটা পর্যন্ত আমাদের এই অর্ধ-দিবস কর্মবিরতি পালন করবো।

বৃহস্পতিবার জেলা কর্মকর্তার মাধ্যমে ডিসি মহোদয়ের(জেলা প্রসাশক) কাছে স্মারক লিপি প্রদান করা হবে যাতে করে মন্ত্রণালয়ে পৌঁছাতে পারে। তিনি আরো বলেন- ‘বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্পসহ দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতির লাঘব ও মানবিক সহায়তা ত্রাণ বিতরণে যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তারা হলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী।

কিন্তু দুঃখের বিষয় বঙ্গবন্ধুর হাতে গড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা ২০২২ সালেও অবহেলিত এবং বঞ্চিত। আর তাই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যান পরিষদ কতৃক এ কার্যক্রম সুষ্ঠুভাবে টিকিয়ে রাখার স্বার্থে জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হচ্ছে। এ সময় উক্ত দপ্তরের উপ সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব, কার্যসহকারী রোমান মোল্লা, অফিস সহায়ক মাজহারুল ইসলাম ( সজীব) উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD