মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
এস এল টি তুহিন: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনা করে দোয়া মোনাজাত সহ এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭জুন) বরিশাল জেলা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া মোনাজাত অনুষ্ঠানে যুবদল দলের সভাপতি (ভারপ্রাপ্ত) মামুন রেজা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ, জেলা যুবদলের সাধারন সম্পাদক এ্যাড, তছলিম উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদল সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, সহ-সভাপতি নুরুল আলম কয়েস, সাংগঠনিক সম্পাদক এ্যাড, হাফিজ আহমেদ বাবলু, জেলা যুবদল যুগ্ম সম্পাদক আরিফুর রহমান রোমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রুহুল, যুগ্ম সম্পাদক আশ্রাফুল ইসলাম মাহফুজ, যুগ্ম সম্পাদক আসলাম হোসেন বাচ্চু প্রমুখ।
দোয়া মোনাজাত ও কোরান তেলওয়াত শেষে দলীয় কার্যালয়ে মাদ্রাসা ছাত্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়। পরে নগরীর মুসলিম গোরস্তান মাদ্রাসা এতিমখানার শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ।