মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে কু-রুচিপূর্ন বক্তব্য ও বিশ্বনবী মোস্তফা ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা (রা:) এর মর্যদা ও শানের বিরুদ্ধে অবমাননার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার দুপুর দুইটায় জুমার নামাজবাদ ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি ও কওমী ওলামা ঐক্য পরিষদ কলাপাড়ার আয়োজনে খেপুপাড়া বড় জামে মসজিদ প্রাঙ্গন থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিল শেষে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, হাফেজ মোঃ আলআমিন, কলাপাড়া এতিমখানা জামে মসজিদের ইমাম ও খতিব মাও. নিজাম উদ্দিন, চৌরাস্তা জামে মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, আল মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মাও. নজরুল ইসলাম সহ অন্যান্যরা।
বক্তারা ভারতের ক্ষমতাসীন দল বিজিপির দুইজন কুলাঙ্গার মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের অবমাননামূলক বক্ত্যের জন্য তাদের ফাঁসি ও ভারতীয় পণ্যর বয়কটের আহবান জানায়।