বুধবার, ১৪ মে ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
এস এল টি তুহিন: বরিশালে সুবিধা বঞ্চিত অসহায় ও দুঃস্থ ২৪ নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে রোববার দুপুরে বরিশাল সার্কিট হাউজের হলরুমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
সেলাই মেশিন চালিয়ে স্বাবলম্বী হতে তাদের এই সেলাই মেশিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসনের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ এবং এনজিও সংগঠক কাজী জাহাঙ্গীর কবির প্রমুখ।
অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন স্থানের অসহায় ও দুঃস্থ ২৪ জন নারীর হাতে ২৪টি সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক। এই মেশিন চালিয়ে তাদের পরিবারের আর্থিক অনটন ঘুচবে এবং তারা আর্থিকভাবে স্বাবলম্বী হবেন বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।