বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ডাকাতিসহ একাধিক মামলার আসামী শহিদ ফকির গ্রেফতার কুয়াকাটায় নারী কৃষকদের দুইদিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা বাউফলে কৃষকলীগের কেন্দ্রীয় নেতা পুলিশের হাতে গ্রেপ্তার নির্বাচনের আগে লটারির মাধ্যমে এসপি-ওসিদের বদলি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন কমিশনকে  চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বরিশাল কালচারাল অফিসার অসিতের বিরুদ্ধে জেলা প্রশাসনের তদন্ত শুরু কলাপাড়া থানা পুলিশ’র ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত বাউফলে সাংবাদিকদের সাথে কৃষকদলের কেন্দ্রীয় নেতার মতবিনিময় কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার আমাদের পালাবার যায়গা নেই।।তাই জনগণের স্বার্থবিরোধী কিছু করা যাবেনা…. এবিএম মোশাররফ হোসেন শেখ হাসিনা পালানোর ১ বছর পূর্তি উপলক্ষ্যে পটুয়াখালী সাবেক পৌর শ্রমিক দলের বিজয় মিছিল দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় এমন কাজ করবনা…. এবিএম মোশাররফ হোসেন বাউফলে স্প্রেইড হিউম্যানিটি’র উদ্যোগে অর্থ সহায়তা প্রদান সন্ত্রাসী চাঁদাবাজ দুর্নীতিবাজ চাউল চোরদের রুখে দিতেই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে ।। মেজবাহ উদ্দিন ফরহাদ ৫ আগস্টে কলাপাড়া বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
জনপ্রিয় কাউন্সিলর রনির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ

জনপ্রিয় কাউন্সিলর রনির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ

Sharing is caring!

ক্রাইসিন ডেক্সঃ বরিশালে ৫নং ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে ১৬ই মে, রোজ সোমবার কালুশাহ সরক এলাকার এক তরুনী বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ষড়যন্ত্র করে একটি মিথ্যা অভিযোগ দায়ের করায় ২০/০৫/২২ইং রোজ শুক্রবার বিকেল ৫টা ৪০মিঃ পলাশপুর কাজীর গোরস্থান সংলগ্ন ৪নং সড়ক কনুমিয়ার মোড় স্থানে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন যুবসমাজ ও বিভিন্ন পেশার জনসাধারণ।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন,ওয়ার্ড আওয়ামীলীগের তৃণমূল ত্যাগী মহিলা নেত্রী মোসাঃমুকুল,এবংউক্ত সমাবেশ পরিচালনা করেন,কাজী আঃসালাম। দেশের সর্ব কনিষ্ঠ কাউন্সিলর কেফায়েত হোসেন রনির বিরুদ্ধে ১৬ই মে, রোজ সোমবার নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল একটি মিথ্যাে অভিযোগ দায়ের করায় কাজী আঃসালাম বলেনঃ আমি এই অভিযোগের সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক রহস্য উন্মোচন করার জন্য অনুরোধ করছি এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে ষড়যন্ত্র কারীদের মুখ উন্মোচন করে সঠিক বিচার দাবি জানিয়ে তার বক্তব্য রাখেন।

উক্ত সমাবেশের উদ্যোক্তা মোঃ আজাদ খান বলেনঃ বিগত ১৬-১৭ বছর যাবত উন্নয়ন মুলোক কাজ থেকে পলাশপুর বাসী বঞ্চিত ছিলো,যখন আমাদের মাঝে কেফায়েত হোসেন রনি এসে উন্নয়নের জোয়ার বয়ে আনে। ঠিক তখনি কিছু কুচক্রীমহল কাউন্সিলর কেফায়েত হোসেন রনির পিছনে আদা-জল খেয়ে লেগে পরে। আমি এর তীব্র ক্ষোভ নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে আইনের প্রতি শ্রদ্ধা রেখে ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

পলাশপুর কাজীর গোরস্থানের বাসিন্দা মোঃসাঈদুল ইসলাম বলেন,কাউন্সিলার কেফায়েত হোসেন রনিকে তার ছোট বেলা থেকে আমি চিনি সে সৎ ও সমাজ সেবক এবং পরোপকারী ,আমার জানা মতে সে কোন অনৈতিক কর্মকান্ডে সাথে জড়িত নয় ও থাকতে পারে না এবং আমার আত্মবিশ্বাস আগামী নির্বাচনে অংশগ্রহন করতে না পারে, সেই জন্য এই ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ দায়ের করে ষড়যন্ত্র কারিরা, আমি এর তিব্র নিন্দা জানাচ্ছি।

মোঃজাহাঙ্গীর হোসেন বলেনঃআমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না,রনি ভাই আমাদের ৫নংওয়ার্ড কাউন্সিলর।যারা এই সব গুজব ও মিথ্যা অভিযোগ করেছে, তারা মানুষ রুপি শয়তান। তাদের বিচার আল্লাহ নিশ্চয়ই করবেন ইনশাআল্লাহ। এবং আরো উপস্থিত ছিলেন, মোঃইলিয়াচ মাহামুদ,মোঃমিরাজ বক্স, মোঃসাঈদুল মোল্লা, মোঃআমিনুল ইসলাম সমির।মোসাঃ সুরমা বেগম,মোসাঃ ডলি বেগম,মোঃ তৌহিদুল ইসলাম, মোসাঃ রোজীনা বেগম ও মোসাঃমনি বেগম।মোসাঃজেসমিন বেগম।

এবিষয়ে, উক্ত সমাবেশের সভানেত্রী মোসাঃমুকুল বলেন পলাশপুর বিগত ১৬-১৭ বছরে ও কোন উন্নয়ন হয় নাই। কনিষ্ঠ কাউন্সিলর কেফায়েত হোসেন রনি আমাদের মাঝে আসার পর উন্নয়নের জোয়ার বয়ে আনে। ঝড়বৃষ্টি মাথা নিয়ে আমাদের কাছে এসেছে আমরা কেমন আছি আমাদের খাবার আছে কিনা সব ধরনের খোজ খবর নিছেন তিনি।

আমাদের বিপদে-আপদে পাশে দাড়িয়েছে ।করনার মধ্যে সবসময় আমাদের পাশে রয়েছেন তিনিএবং মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।যারা এই ষড়যন্ত্র করেছে তারা পলাশপুর বাসির ভালো চায় না। কাউন্সিলর রনির বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ অস্বীকার করে ও তিব্র নিন্দা জানিয়ে তারা বিক্ষোভ সমাবেশ শেষ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD