মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
এস এল টি তুহিন: বরিশালের কীর্তনখোলা নদীতে ঢাকাগামী এমভি গ্রীনলাইন-৩ চলন্ত ঢেউয়ে যাত্রীবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আর যাত্রীবাহী ট্রলারটি বরিশাল থেকে অর্ধশতযাত্রী নিয়ে হিজলা উপজেলার উদ্দেশ্যে রওনা দিছিলো।
রোববার বেলা ২ টা ৫৮মিনিটে কীর্তনখোলা নদীর পলাশপুরের মোহাম্মদপুর পাড় এলাকায় এ নৌ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, বরিশাল নগরীর স্টিমারঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকা উদ্দেশ্যে ছেঁড়ে যায় এমভি গ্রীনলাইন-৩ নামে ওয়াটারবাসটি। এরপর নগরীর পলাশপুরের মোহাম্মদপুর পাড় এলাকায় পৌঁছালে গ্রীনলাইনের ঢেউয়ে বরিশাল থেকে ছেড়ে যাওয়া হিজলাগামী যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ঘটনার সাথে কাছাকাছি থাকা কয়েকটি ট্রলার দূর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধার করে। এবং অনেকে সাঁতার কেটে নদীন কুলে ওঠে।