বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
ক্রাইম সিন ডেক্স: টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য, এই স্লোগানকে সামনে রেখে বরিশালে আর্ন্তজাতীয় নারী দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএমজেড- ইইউ এর আর্থিক,জিআইজেড এর কারিগরি সহযোগিতায় ও জিএফএ এর বাস্তবায়নে ইউএমআইএমসিসি/ ইউএমএমএল প্রকল্পের আওতায় দিবসটি উপলক্ষে নগরীর সাগরদী এলাকার কারিতাস মিলনায়তনে সকাল ১১ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে সংগঠনগুলোর উদ্যোগে রেলি বের হয়। রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কারিতাসে এসে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, বরিশাল সমাজ সেবা অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা শ্যামল সেন গুপ্ত, জিআইজেড এর এ্যাডভাইজার সন্দ্বীপ মন্ডল, জিএফএ এর সিটি কোঅডিনেটর কাজী সাইফুর রেজা, জিএফএমি ডায়েস প্রমুখ।